নদিয়া: পাড়ার লোকের সঙ্গে মাঠে বসে খেলা দেখছিলেন বছর ছাপ্পান্নর গণেশ সরকার। জুড়েছিলেন খোশগল্পও। কিন্তু হঠাৎ তার উপর ঝাপিয়ে পড়ে ক্লাবের ‘দাদা’রা। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় এলোপাথাড়ি মার। স্থানীয়রা ছুটে এসে বাঁচানোর আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই প্রৌঢ। এ দিকে, ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সেই তখন থেকেই অধরা তারা। গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে, আহত অবস্থায় গণেশ বাবুকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল শক্তিনগর জেলা হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে মৃত্যু হয় তাঁর।
মূল ঘটনাটি ঘটে ১৯ অগস্ট। কোতোয়ালি থানা এলাকার অঞ্জনা পাড়া বটতলার একটি মাঠে খেলা চলছিল। আর পাঁচটা প্রতিবেশীর সঙ্গে গণেশবাবুও একফাঁকে খেলা দেখতে গিয়েছিললেন। কিন্তু সেখানেই মদ্যপ অবস্থায় স্থানীয় কিছু দুষ্কৃতী বেধড়ক মারধর করে তাঁকে। গুরুতর জখম হন তিনি। শরীরের বিভিন্ন অংশে মারধরের গুরুতর আঘাতের ফলে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সোমবার মৃত্যুর আগে পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
এ বিষয়ে মৃতের বৌমা গীতা সরকার বলেন, ‘এলাকার বাসিন্দা রাজেশ এবং তার সহযোগী একটি ছেলে মিলে আমার শ্বশুরমশাইকে মারধর করে। মন্দিরের পিছনে একা পেয়ে তার ওপর চড়াও হয় তারা। তবে পুরনো শত্রুতার জন্য কিনা জানি না। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করেছিলাম। যদিও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।’ তবে, প্রাথমিক তদন্তের পর পুলিশ পুরনো শত্রুতার তত্বেই শিলমোহর দিয়েছে। যদিও আসল কারণ কী তা জানতে পলাতক দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।