করিমপুর : বিশ্ব বাংলার লোগো বসানোর স্কুল ব্যাগ বিলি করা হচ্ছে বিভিন্ন স্কুলে স্কুলে। নদিয়ার করিমপুর এলাকায় হোগলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতনও কিছুদিন আগে পড়ুয়াদের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে বিশ্ব বাংলার লোগো বসানো স্কুল ব্যাগ। কিন্তু সেই ব্যাগ বিলির সময় সামনে বসানো ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শুধু তাই নয়, ছোট ছোট পড়ুয়াদের শোনানো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। বর্তমান তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে খুদেদের সামনে। প্রয়োজনে, অতীতের বাম সরকারের সঙ্গে তুলনাও টানা হচ্ছে। আর যিনি করছেন, তিনি ওই উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক গিরিন্দ্রনাথ দাস। প্রধান শিক্ষকের সেই ব্যাগ বিলির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাঁর এ হেন আচরণে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, কিছুদিন আগেই নদিয়ার করিমপুর এলাকায় হোগলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতনে বিশ্ব বাংলার স্কুল ব্যাগ বিলি করেন প্রধান শিক্ষক গিরিন্দ্রনাথ দাস। সেই ব্যাগ বিলির দৃশ্য ভিডিয়ো রেকর্ডিংও করা হয়। সেই ভিডিয়ো আবার প্রধান শিক্ষক নিজেই তাঁর ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধান শিক্ষক। পরে আরও অনেকে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োয় প্রধান শিক্ষককে বর্তমান তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে দেখা যায়।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ওই প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া নিতে গেলে, তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। এমনকী সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও প্রধান শিক্ষকের এ হেন আচরণকে সমর্থন করছেন না করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বিধায়কের বক্তব্য, প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে যা যা বলেছেন, তা না বললেই ভাল হত। আগামী দিনে তিনি যাতে সংযত হয়ে চলেন, সেই পরামর্শ দেন বিধায়ক।
বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, “প্রধান শিক্ষক গিরিন্দ্রনাথ দাস দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি রেখেছেন। দেখলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি করছেন। তিনি স্কুলে বলছিলেন, ছাত্রছাত্রীদের ড্রেস দেওয়া হচ্ছে, মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর ব্যবস্থার কথা। কিন্তু আমরা জানি সর্বশিক্ষা মিশনের মধ্য দিয়েই স্কুলের সব খরচ দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিজের বলে চালান। তারই উপযুক্ত শিষ্য এই স্কুলের প্রধান শিক্ষক।”