Narendra Modi: নরেন্দ্র মোদীকে ‘নরেন’-এর সঙ্গে তুলনা রাণাঘাটের সাংসদের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 30, 2022 | 10:23 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে হাজির থাকতে না পারলেও ভার্চুয়ালি রাজ্যের সমস্ত প্রকল্পের সূচনা করেছেন। তারপর গুজরাটে গিয়ে মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করেন।

Narendra Modi: নরেন্দ্র মোদীকে নরেন-এর সঙ্গে তুলনা রাণাঘাটের সাংসদের
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

Follow Us

রাণাঘাট: রাজনৈতিক নেতা-নেত্রীদের বাংলার মণীষিদের সঙ্গে তুলনা নতুন কিছু নয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। শু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, “বন্দে ভারত ট্রেন একটা গর্বের বিষয়। বাঙালি হিসাবে আমি গর্ববোধ করি। সবচেয়ে গর্ব অনুভব করি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই নরেন! আমাদের বাংলায় স্বামী বিবেকানন্দ তিনি সাধনায় দেখতে পেয়েছিলেন যে, ভারত জননী জগৎজননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে। আরেক নরেন সেই কাজটা প্র্যাকটিক্যালি করছেন।” তিনি যদি সশরীরে আসতে পারতেন তাহলে খুবই ভালো লাগত বলেও মন্তব্য করেন জগন্নাথ সরকার।

স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেনের অসমাপ্ত কাজ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী করছেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাণাঘাটের বিজেপি সাংসদ বলেন, “বিবেকানন্দ থিওরি দিয়েছিলেন, ভবিষ্যৎ কথা বলেছিলেন। তিনিও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়ে নিজের আত্মিক উন্নতির জন্য কিছু করেননি, পদব্রজে ভারতবর্ষ ভ্রমণ করেছেন, ভারতের রোগ নির্ণয় করেছেন, সমস্যা কোথায় তাঁর বাণী রচনার মধ্যে উল্লেখ করেছেন, শিক্ষা পদ্ধতি কী হওয়া উচিত- সেটাও বলেছেন। আমাদের এই নরেন অর্থাৎ নরেন্দ্র দামোদরদাস মোদী শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন করেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”

এদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রথম যাত্রার সওয়ারিও হন সাংসদ জগন্নাথ সরকার। তিনি বন্দে ভারত এক্সপ্রেসে করে হাওড়া থেকে যাত্রা শুরু করে বর্ধমান স্টেশনে নামেন। তারপর সেখান থেকে রাণাঘাটের উদ্দেশ্য রওনা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে হাজির থাকতে না পারলেও ভার্চুয়ালি রাজ্যের সমস্ত প্রকল্পের সূচনা করেছেন। এপ্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “মাতৃবিয়োগ হওয়ার জন্য প্রধানমন্ত্রী আসতে পারেননি। তবে রাষ্ট্রের প্রতি কর্তব্য দেখিয়ে তিনি যেভাবে ভার্চুয়ালি সমস্ত প্রোজেক্টের উন্মোচন করলেন তা অভাবনীয়। এর জন্যই আমাদের গর্ব অনুভব হয় প্রধানমন্ত্রীকে নিয়ে।”

প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সশরীরে হাওড়ায় এসে বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা-তারাতলা মেট্রোর সূচনা করার কথা ছিল। কিন্তু, এদিন ভোরে তাঁর মাতৃবিয়োগ হয়। যার জেরে রাজ্যে আসতে পারেননি তিনি। তবে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর গুজরাটে গিয়ে মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করেন।

Next Article