প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও ‘স্বজনপোষণ’ তৃণমূলের, প্রতিবাদ করতেই ‘হামলার’ শিকার পদ্ম কর্মী

TMC BJP Clash: আক্রান্ত বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, সম্প্রতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও 'স্বজনপোষণ' তৃণমূলের, প্রতিবাদ করতেই 'হামলার' শিকার পদ্ম কর্মী
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 12:22 AM

নদিয়া: কেন্দ্রীয় প্রকল্পে স্বজনপোষণের অভিযোগে প্রতিবাদ করায় বিজেপি (BJP) কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক শিবিরের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চিকিৎসা চলছে রানাঘাট মহকুমা হাসপাতালে। মঙ্গলবার, ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়ায়।

আক্রান্ত বিজেপি (BJP) নেতা চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, সম্প্রতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না। শুধু তাই নয়, সাধারণ মানুষের বদলে সেই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন তৃণমূলের (TMC) লোকেরাই। সরকারি অনুদানের ক্ষেত্রে স্বজনপোষণ ও অর্থের বিনিময় পরিষেবা দিচ্ছে তৃণমূল এই ‘স্বজনপোষণের’ বিরুদ্ধেই স্থানীয় ব্লক অফিসে ডেপুটেশন জমা দিতে যান বিজেপির পঞ্চায়েত সদস্য ও কর্মীরা। অভিযোগ, ডেপুটেশন জমা দিয়ে ফেরার পথেই তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি-রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

আক্রান্ত নেতার কথায়, “আমরা ডেপুটেশন জমা দিয়ে ফিরছিলাম। সেই সময় আচমকা প্রায় ৫০ জন লাঠি-রড নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। আমরা বোঝার আগেই বেধড়ক মারধর করতে শুরু করে। আমাদের সাত থেকে আটজন কর্মী আহত হয়েছে। মহিলারাও অল্প বিস্তর আহত হন। তবে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই।” যদিও, এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুন: ‘তৃণমূলের লোকই খুন করেছে’, মঙ্গলকোট-কাণ্ডে তোপ দিলীপের, ‘দুঃখজনক’, মন্তব্য শুভেন্দুর