Cattle Smuggling: BSF-কে লক্ষ্য করে পরপর বোমা, গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত ধানতলা

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 23, 2023 | 9:46 AM

Cattle Smuggling: বৃহস্পতিবার রাতে একদল গরু পাচারকারীরা গরু নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি বিএসএফ জওয়ানদের নজরে এলে তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেন।

Cattle Smuggling: BSF-কে লক্ষ্য করে পরপর বোমা, গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত ধানতলা
ফাইল ছবি
Image Credit source: PTI

Follow Us

নদিয়া: বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার ধানতলা। বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। এভাবে জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা প্রথমবার ঘটল বলেই দাবি বিএসএফ-এর। ইছামতি বর্ডার আউটপোস্টের কাছে রাতের অন্ধকারে বোমা ছোড়ার পর পাল্টা গুলি চালায় বিএসএফ-ও।

বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে একদল গরু পাচারকারীরা গরু নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি বিএসএফ জওয়ানদের নজরে এলে তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই আচমকা পাচারকারীরা বোমা ও অস্ত্র বের করে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ছোড়া হয় পাথরও। গুলি-বোমার লড়াইয়ের মাঝে একজনকে হাতেনাতে ধরেও ফেলে বিএসএফ। ঘটনায় অন্তত ৫-৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএসএফ।

এই ধানতলা এলাকায় গরু পাচারকারী-বিএসএফ সংঘর্ষের ঘটনা নতুন নয়। মাস খানেক আগেও গরু পাচারকারীদের আটকাতে গুলি চালাতে হয়েছিল বিএসএফকে। গরু নিয়ে যাওয়ার সময় গুলিতে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি।

গরু পাচারের অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন শাসক দলের একসময়ের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল হক, অনুব্রতর প্রাক্তন সায়গল হোসেনকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। তারপরও গরু পাচারের ঘটনা অব্যহত রাজ্যে।

Next Article