Omicron: নদিয়ায় প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, সংক্রামিত জুনিয়র ডাক্তার!

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 26, 2021 | 11:43 AM

Omicron in Bengal: এবার নদিয়ার কৃষ্ণনগরে ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ। আক্রান্ত হলেন নদিয়া জেলার কৃষ্ণনগর পুরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা জুনিয়র ডাক্তার অনির্বাণ হালদার।

Omicron: নদিয়ায় প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, সংক্রামিত জুনিয়র ডাক্তার!
কলকাতায় চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। প্রতীকী চিত্র।

Follow Us

নদিয়া: এবার নদিয়ার কৃষ্ণনগরে ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ। আক্রান্ত হলেন নদিয়া জেলার কৃষ্ণনগর পুরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা জুনিয়র ডাক্তার অনির্বাণ হালদার। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত তিনি।

সূত্রের খবর, গত ১৯ ডিসেম্বর কলকাতার মেডিকেল কলেজের রেপিড টেস্ট করা হয় তাঁর। সেখানে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আবার পরের দিনই আরটিপিসিআর টেস্ট করা হয়। একদিন পর করা সেই রিপোর্ট পজেটিভ ধরা পড়ে। সেখান থেকে ওই জুনিয়র ডাক্তারকে কৃষ্ণনগর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে হোম আইসোলেশন এর জন্য পাঠিয়ে দেওয়া হয়।

পরিবার সূত্রে খবর গত ১০ দিন পর হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই গত শুক্রবার নদিয়া জেলার স্বাস্থ্য দফতর থেকে ফোন আসে। জানানো হয় তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারপরই নদিয়া জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়।

পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের প্রত্যেকজনের করোনা টেস্ট করানো হয়। চিকিৎসকের মায়ের নদিয়া জেলার স্বাস্থ্য দফতর থেকে পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ হওয়ার কারণে তাঁর মাকেও নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী কোভিড হাসপাতালে। তবে অনির্বাণবাবুর বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এদিকে নদিয়া জেলায় প্রথম ওমিক্রমে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। গোটা কৃষ্ণনগর শহর সহ নদিয়া জেলাতেই উদ্বেগ ছড়িয়েছে।

চাঞ্চল্যকর বিষয় হল সংক্রামিত জুনিয়র ডাক্তারের আন্তর্জাতিক ভ্রমণের কোনও ইতিহাস নেই। তাছাড়া সম্প্রতি বিদেশ-ফেরত কারও সংস্পর্শেও আসেননি তিনি। ফলে তাঁর ওমিক্রনে আক্রান্ত হওয়ায় স্থানীয় সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।

রাজ্যে কোভিডের নয়া স্ট্রেনে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭। শুক্রবার জিনোম সিকোয়েন্সিংয়ে আরও দু’জনের শরীরে ওমিক্রনের হদিশ মেলে। এরই মধ্যে কেন্দ্রের তরফে জানানো হল, বাংলায় আসছে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের দল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুক্রবার। সেখানে বলা হয় ১০ রাজ্যে কেন্দ্রের ‘মাল্টি ডিসিপ্লিনারি টিম’ যাবে। পশ্চিমবঙ্গ ছাড়াও সেই তালিকায় আছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড ও পঞ্জাবের নাম।

স্বাস্থ্যমন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত কয়েকদিনে দেখা গিয়েছে ওমিক্রনের দাপট বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে। জাতীয় স্তরে টিকাকরণের যে হার, সেই তুলনায় ওই রাজ্যগুলিতে গতি অনেকটাই ধীর। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ১০ রাজ্যে মাল্টি ডিসিপ্লিনারি কেন্দ্রীয় দল পাঠানো হবে।

আরও পড়ুন: Humayun Kabir: ‘ওসির টেবিলের উপর পা তুলে দাঁড়াব, বুঝবে আমি কী জিনিস!’ ফের বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক 

আরও পড়ুন: CPIM on Deocha Pachami Project: দেউচা পাচামি আন্দোলনকারীদের পাশে বামেরা, সরকারের বক্তব্য স্পষ্ট নয়, দাবি সূর্যকান্তের

Next Article