TMC Worker Attacked: নদিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিছন থেকে গুলি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 24, 2021 | 10:32 PM

TMC Nadia: বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। জখম তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে ঠিক কী কারণে ওই তৃণমূল কর্মীকে গুলি করা হল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।

TMC Worker Attacked: নদিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিছন থেকে গুলি
নদিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী (নিজস্ব চিত্র)

Follow Us

কল্যাণী: তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জওহরলাল নেহরু মেডিকেল কলজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ওই তৃণমূল কর্মীর নাম জিয়ারুল মণ্ডল। বছর পয়ত্রিশের জিয়ারুলের বাড়ি হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লা বেরিয়া এলাকায়।

সূত্রের খবর, শুক্রবার রাত আটটার কিছু আগে জিয়ারুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর পূর্ব পরিচিত এক যুবক। পরিবারের অভিযোগ, এরপরই তাঁকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে পিছন দিক থেকে গুলি করা হয়। জিয়ারুলের পিঠে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। জখম তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে ঠিক কী কারণে ওই তৃণমূল কর্মীকে গুলি করা হল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।

আক্রান্ত যুবকের পরিচিতরা গোটা ঘটনায়, অমিত পণ্ডিত নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, ওই অমিত পণ্ডিত জিয়ারুলের পূর্ব পরিচিত। আজ সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পণ্ডিত। এরপরই মোল্লা বেরিয়ার মাঠে তাকে পিছন থেকে গুলি করেছে। অমিত পণ্ডিত এলাকায় বিজেপির সমর্থক বলে পরিচিত।”

স্থানীয় তৃণমূল নেতা তথা ফতেপুর পঞ্চায়েতের সংখ্যালঘু সভাপতি জানিয়েছেন, ” পণ্ডিত নামে এক যুবক জিয়ারুলকে ডেকে নিয়ে যায়। তারপর নবোদয় সংঘের কাছে তাকে গুলি করা হয়েছে। তবে ওই পণ্ডিত নামে অভিযুক্ত যুবকের কোনও রাজনৈতিক পরিচয় আছে কি না, তা জানা নেই। সম্ভবত বিজেপি করত ওই যুবক।”

উল্লেখ্য, দিন কয়েক আগেই নদিয়ায় চায়ের দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছিল এক তৃণমূল কর্মীকে। ঘটনাস্থানেই মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত ওই কর্মীর নাম জাহানদার শেখ। সন্ধেয় বাড়ি থেকে পাশের গ্রামে লক্ষ্মী গাছা বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, তখনই একদল দুষ্কৃতী পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

আরও পড়ুন : TMC Worker Murder: চা দোকানের ভিতরেই একের পর এক কোপ, দুষ্কৃতীদের হাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর

Next Article