Durga Puja: ১১২ ফুটের দুর্গামূর্তির অংশ পড়ে আছে এখনও, দশমীতে মাথা মুড়িয় প্রতিবাদ গ্রামবাসীদের
Durga Puja: ১১২ ফুটের দুর্গা মূর্তি পুজো করে গিনেস বুকে নাম তোলা হবে, এটাই ছিল গ্রামের মানুষের আশা। শুধু টাকা দিয়ে নয়, পুজোর কাজে হাত লাগিয়েছিলেন গ্রামের প্রায় সব মানুষ। সেই পুজো নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন ওঠে, যে জায়গায় পুজো হওয়ার কথা সেখানে বিপুল মানুষের ভিড় হলে সামলানো সম্ভব হবে কি না।
কামালপুর: বিশ্বের বড় দুর্গা পূজা করতে গিয়ে প্রশাসনিক বাধা পাওয়ায় মাথা ন্যাড়া করে ক্ষোভ প্রকাশ করলেন কামালপুর গ্রামের বাসিন্দারা। দুর্গাকে আমন্ত্রণ জানিয়ে গত পয়লা বৈশাখ অর্থাৎ বাংলায় বছরের প্রথম দিনে খুঁটি পুজো করেছিলেন গ্রামের মানুষ। শেষ পর্যন্ত পুজো আর করতে পারলেন না তাঁরা। সব আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। দশমী পেরিয়ে যাওয়ার পর এবছরের দুর্গা পূজাও শেষ। তবে কামালপুরে দুর্গা পূজা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।
প্রশাসনের অনুমতি না মেলায় এবার কামালপুরে বন্ধ হয়ে গিয়েছে ১১২ ফুটের দুর্গা পূজা। পুলিশ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। এবার সেই প্রতিবাদ স্বরূপ শনিবার মস্তক মুন্ডন করলেন তাঁরা। কামালপুরবাসীর এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করে শনিবার ধানতলা এলাকায় গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ান বহু মানুষজন। গানের মধ্যে দিয়েও চলে প্রতিবাদ।
১১২ ফুটের দুর্গা মূর্তি পুজো করে গিনেস বুকে নাম তোলা হবে, এটাই ছিল গ্রামের মানুষের আশা। শুধু টাকা দিয়ে নয়, পুজোর কাজে হাত লাগিয়েছিলেন গ্রামের প্রায় সব মানুষ। সেই পুজো নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন ওঠে, যে জায়গায় পুজো হওয়ার কথা সেখানে বিপুল মানুষের ভিড় হলে সামলানো সম্ভব হবে কি না।
কলকাতা হাইকোর্ট নদিয়ার জেলাশাসককে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। তিনি পরিদর্শন করার পর পুজোর অনুমোদন বাতিল করে দেন। গ্রামবাসীরা অনেক আর্জি জানালেও কোনও লাভ হয়নি। পুজো মণ্ডপে প্রবেশ করার অন্য রাস্তা বের করার কথা বলা হলেও সেই যুক্তি ধোপে টেকেনি। এবার দশমীতে তাই প্রতিবাদ গ্রামের মানুষদের।