Amrita Roy: ভোট চতুর্থীর শেষ বেলায় থানায় ছুটলেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা

Soma Das | Edited By: Soumya Saha

May 13, 2024 | 7:54 PM

Krishnanagar: কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের অভিযোগ, তিনি সেই ভোটারদের বুথে পৌঁছে দেওয়ার পর যখন ভোটাররা ফিরছিলেন, তখন প্রার্থীর সামনেই হুমকির মুখে পড়তে হয়েছিল গ্রামবাসীদের। সেই বিষয়টিই আজ সন্ধেয় পুলিশের নজরে আনেন তিনি।

Amrita Roy: ভোট চতুর্থীর শেষ বেলায় থানায় ছুটলেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা
অমৃতা রায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কৃষ্ণনগর: বেলা শেষে থানায় গিয়ে অভিযোগ জানালেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। নদিয়ার নাকাশিপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। লোকসভা ভোটের চতুর্থ দফায় কৃষ্ণনগরের বিলকুমারিতে সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠে এসেছিল। কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের অভিযোগ, তিনি সেই ভোটারদের বুথে পৌঁছে দেওয়ার পর যখন ভোটাররা ফিরছিলেন, তখন প্রার্থীর সামনেই হুমকির মুখে পড়তে হয়েছিল গ্রামবাসীদের। সেই বিষয়টিই আজ সন্ধেয় পুলিশের নজরে আনেন তিনি।

অমৃতা রায়ের অভিযোগ, ‘ভোটাররা ভোট দিতে চাইছিলেন। কিন্তু তাঁদের আটকে দেওয়া হচ্ছিল। বলা হচ্ছিল, তাঁদের রাতে দেখে নেওয়া হবে।’ বিজেপি প্রার্থী জানান, গ্রামবাসীরা তাঁর কাছে অনুরোধ করেছেন যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেই কারণেই তিনি নাকাশিপাড়া থানায় এসে পুলিশকে গোটা বিষয়টি জানান। বিজেপি প্রার্থী অমৃতা রায় জানান, ‘আমরা থানায় এসে লিখিত অভিযোগ জানিয়ে যাচ্ছি। জানি কোনও কাজ হবে না, কিন্তু নথি রাখার জন্য আমরা লিখিত অভিযোগ জানিয়ে যাচ্ছি।’

এদিনের ভোট নিয়ে খুব একটা সন্তুষ্ট নন কৃষ্ণনগরের রাজমাতা। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে না ভোট স্বাভাবিকভাবে হয়েছে। আমি গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখব, প্রয়োজনে পুনর্নির্বাচনের দাবি করব। অনেককে বাঁশ-পেটা করা হয়েছে চাপড়াতে। হাসপাতালে পাঠানো হয়েছে। আমি অবাধ ভোট পাইনি।’

Next Article