BJP Join: বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা, মিঠুনের হাত ধরে রাজনীতিতে পা…
Mukutmani Adhikari: চলতি ভোটে রানাঘাটে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে। সম্প্রতি কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এক মিছিলে শামিল হন তিনি। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে যোগ দেন তৃণমূলে। এরপরই মুকুটকে প্রার্থী করে তৃণমূল।
চলতি ভোটে রানাঘাটে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে। সম্প্রতি কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এক মিছিলে শামিল হন তিনি। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে যোগ দেন তৃণমূলে। এরপরই মুকুটকে প্রার্থী করে তৃণমূল।
এবার ভোটের আগে নির্বাচন কমিশনে মুকুটমণি যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী সম্পর্কে মুকুটমণি জানান, তাঁরা আলাদা থাকেন। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা চলছে।
এদিন বিজেপিতে যোগ দিয়ে মুকুটমণির স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী বলেন, “উনি তো বিয়েটাই চেপে রাখতে বলেছিলেন। পরে আমাকে ডিভোর্সের ব্যাপারে চাপ দিতে থাকেন মুকুটমণি অধিকারী ও তাঁর পরিবার। আমি এফআইআর করি।”
এ বিষয়ে মুকুটমণি অধিকারী বলেন, “বিজেপি এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলা খেলছেন। একজন অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তী আমাদের সম্মানীয়। তবে তাঁর সভাতেও যখন নোংরামো হচ্ছে, তখন নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তাভাবনা করবে।”