Nadia Murder: ঘরের ভিতর বীভৎস অবস্থায় মা, পাশে ঝুলছে ছেলে, পরিস্থিতির ভয়াবহতা দেখে তাজ্জব প্রতিবেশীরা
Nadia Death: জানা গিয়েছে, সোমবার সকালবেলা বৃদ্ধাকে ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ির ভিতরেই পড়ে থাকতে দেখা যায় ভগবতী দেবীকে। অপরদিকে, জিতেন্দ্রকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়।
নদিয়া: ধারাল অস্ত্র দিয়ে মাকে প্রথমে খুন করে পরে নিজেই আত্মহত্যা করলেন ছেলে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত তা জানতে পারা যায়নি। নদিয়ার কালীগঞ্জ থানার মাটিয়ারি গ্রাম পঞ্চায়েতের আটাগি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম ভগবতী দাস (৬৫) ও জিতেন্দ্র দাস (৪৩)।
জানা গিয়েছে, সোমবার সকালবেলা বৃদ্ধাকে ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ির ভিতরেই পড়ে থাকতে দেখা যায় ভগবতী দেবীকে। অপরদিকে, জিতেন্দ্রকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। বাড়ির ভিতর এ হেন পরিস্থিতি দেখে প্রতিবেশীরা খবর দেয় পুলিশে। তারাই এসে দেহ দুটি উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।
পুলিশের প্রাথমিক অনুমান, জিতেন্দ্র তাঁর মা ভগবতী দাসকে প্রথমে খুন করে। তারপর গলায় দড়ি দিয়ে নিজেই আত্মঘাতী হয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যেতে পারে কারণ। এই বিষয়ে প্রতিবেশী বলেন, “বাড়িতে অশান্তি ছিল না। সকলের সঙ্গেই কথা বার্তা বলেছেন। কিন্তু রাত দুপুরে কী হল বুঝতেই পারলাম না। পরে দেখি এই কাণ্ড। ভিতরে কী ঘটেছে বলতে পারব না।”