Bomb Recovered: পাট জমিতে ওটা কী? ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Bomb Recovered: এক ব্যক্তি জানান, তৃণমূলের প্রচারের কাজ সেরে ফিরছিলেন তিনি। তখনই তাঁরা দেখতে পান মাঠ থেকে উঠছেন কয়েকজন লোক।
নদিয়া: মাঠের মধ্যে পড়ে একটা ব্যাগ। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। শক্তিশালী সকেট বোমা রেখে গিয়েছে কেউ বা কারা। এলাকার বাসিন্দারা দেখতে পেয়েই খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই বোমা উদ্ধার করে। নদিয়ার তেহট্ট থানার কানাইনগরে পঞ্চায়েতের কাছেই একটি মাঠ থেকে সোমবার দুপুরে বোমা উদ্ধার করেছে পুলিশ। ভোটের মাত্র ৫ দিন আগে এই শক্তিশালী বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল নেতৃত্বের দাবি, সিপিএমের সদস্যরা বোমা বাঁধছিল ওই মাঠে।
এদিন একটি পাটের জমিতে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। এক ব্যক্তি জানান, তৃণমূলের প্রচারের কাজ সেরে ফিরছিলেন তিনি। তখনই তাঁরা দেখতে পান মাঠ থেকে উঠছেন কয়েকজন লোক। তা দেখেই সন্দেহ হয় তাঁদের।
তৃণমূল নেতাদের দাবি, নির্বাচন আসন্ন, আর সেই ভোটে এলাকায় সন্ত্রাস তৈরি করতে ও শাসক দলকে নিশানা করতেই বোমা মজুত করা হয়েছে। পুলিশ খবর দিলে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। কারা এই বোমাগুলি মাঠে রেখে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
তৃণমূল বিধায়ক তাপস সাহা বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। সিপিএম নেতারা ভোটে বুথ দখলের উদ্দেশে পঞ্চায়েত সংলগ্ন মাঠে বোমা বাঁধছিল। কেউ কেউ গোপন সূত্রে খবর পায়।”