WB Panchayat Polls 2023: বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, কাঠগড়ায় তৃণমূল
WB Panchayat Polls 2023: বস্তুত, এলাকায় থাকলে বিজেপি ছাড়তে হবে। করতে হবে তৃণমূল। নয়ত গ্রামে থাকা যাবে না। ঠিক এই রকমই ফতোয়া জারি হয়। এরপর মঙ্গলবার এই দাবি তুলে ওই বিজেপি কর্মীকে ভারী বস্তু দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
নদিয়া: নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে উত্তপ্ত নদিয়া। সেখানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। যার জেরে দফায়-দফায় চলল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছলেন শঙ্খু দেব পাণ্ডা।
বস্তুত, এলাকায় থাকলে বিজেপি ছাড়তে হবে। করতে হবে তৃণমূল। নয়ত গ্রামে থাকা যাবে না। ঠিক এই রকমই ফতোয়া জারি হয়। এরপর মঙ্গলবার এই দাবি তুলে ওই বিজেপি কর্মীকে ভারী বস্তু দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে এদিন সন্ধ্যায় পথে নামে বিজেপি। কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
নদিয়া উত্তর জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি রাজু দাস বলেন, “এ দিন সন্ধ্যায় জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া এলাকায় তৃণমূলের হার্মাদ বাহিনী প্রায় ১৫ জন বিজেপি কর্মীর উপরে হঠাৎ করে চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে।” শুধু তাই নয়, তিনি আরও বলেন, “দুষ্কৃতীদের ভারী বস্তুর আঘাতে মাথায় আঘাত পান একজন কর্মী। এছাড়াও বাকি দুজন গুরুতর জখম হন। পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ২৪ ঘণ্টার বনধ ডাকব আমরা। যদিও , এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।