রানাঘাট: ট্রেন ভীষণ অপরিচ্ছন্ন। প্রতিবাদে ব্যস্ত সময়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। ভোগান্তিতে অফিস যাত্রীরা। রানাঘাট স্টেশনে সাতসকালে উত্তেজনা। রানাঘাট শিয়ালদা শাখার সমস্ত ট্রেন চলাচল ব্যাহত। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনগুলি।
বিক্ষোভকারীদের দাবি, সকাল সাত’টার রানাঘাট শিয়ালদা লোকাল অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তাঁদের যাতায়াত করতে হয়। এতে তাঁদের ভীষণ অসুবিধা হয়। একাধিকবার এই নিয়ে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু কোনও সুরাহা হয়নি।
নিত্যযাত্রীরা জানাচ্ছেন, বর্তমানে এই ট্রেনটি লালগোলা থেকে রানাঘাট আসে। তারপর এটি শিয়ালদা যায়। এই ট্রেনটি যখন লালগোলা থেকে আসে তখন অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। প্রচণ্ড ভিড়ও হয় ট্রেনে। ফলে রানাঘাট থেকে যাত্রীদের উঠতে খুব অসুবিধা হয়। তাঁদের যাতায়াতে মারাত্মক অসুবিধা হয়।
বৃহস্পতিবার সকালে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। রেলের প্রতিশ্রুতি মত অবরোধ উঠে যায়। কিন্তু শুক্রবার সকালে ট্রেন এসে স্টেশনে দাঁড়াতেই, যাত্রীরা দেখেন পরিস্থিতি কিছুই বদলায়নি। বরং একইরকম নোংরা রয়েছে কামরা। বসারও জায়গা নেই। সুস্থভাবে ট্রেনে উঠতেও সমস্যা হচ্ছে তাঁদের।
প্রতিবাদে তাঁরা ফের রেললাইনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক নিত্যযাত্রী বলেন, “বাথরুমটা ভীষণ অপরিষ্কার। কামরা মধ্যে বাথরুমের জল গড়িয়ে আসে। এটা রাত সাড়ে তিনটে নাগাদ লালগোলা থেকে আসে। সাড়ে সাতটায় রানাঘাটে ঢোকে। তখন এটাকে রানাঘাট লোকাল করে দেয়। তবে যাঁরা লালগোলা থেকে আসেন, তাঁরা ট্রেনে উঠতে দেন না। বাথরুমের জল গড়িয়ে পায়ে চলে আসে। পরিষ্কার করার কোনও ব্যবস্থাই নেই। আমাদের বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছিল রেল, এবার থেকে ট্রেন পরিষ্কার থাকবে। কিন্তু তা হয়নি। শুক্রবারও একই অবস্থা। আমাদের কেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হল?” রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Alipurduar Fire: শরীর থেকে খসে পড়ছে চামড়া, মাথার চুল উপড়ে এসেছে! উড়ালপুলের নীচে ভয়ঙ্কর ঘটনা
আরও পড়ুন: বছর শেষে লেপ-কম্বলে গুটিসুটি, তবে এখনও কাটেনি বৃষ্টি-বিপদ! কী বলছে হাওয়া অফিস..