Suvendu Adhikari: ‘ভোটারদের প্রভাবিত করতেই বেআইনি ভাবে দুয়ারে সরকার করা হচ্ছে’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 16, 2022 | 7:38 PM

Nadia: এদিন বিরোধী দলনেতা গয়েশপুর গোল বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে হেঁটে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। সেই সময় একদল তৃণমূল কর্মী সমর্থকরা তার পিছনে মিছিল করে স্লোগান দিতে থাকে। যদিও পুলিশ মিছিলটি সরিয়ে দেয়।

Suvendu Adhikari: ভোটারদের প্রভাবিত করতেই বেআইনি ভাবে দুয়ারে সরকার করা হচ্ছে
আনিসের মৃত্যুতে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Follow Us

নদিয়া: চার পুরসভার ফলাফল বেরোনোর পর রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট প্রচারে উঠে-পড়ে লেগেছে শাসকদল। এখন আরও আত্মবিশ্বাসী তাঁরা। তবে ময়দান ছাড়তে নারাজ বিরোধীরাও। বুধবার ভোটের প্রচারে যান নদিয়া যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্যকে একাধিক ইস্যুতে বিঁধলেন তিনি। বললেন,’ভোটারদের প্রভাবিত করার জন্য বেআইনি করে দুয়ারে সরকার করা হচ্ছে।’

আজ নদিয়ার গয়েশপুর ও কল্যাণী পৌরসভার ভোটের প্রচারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি নির্বাচনী জনসভা করেন তিনি। পাশাপাশি গয়েশপুর এলাকায় সন্ত্রাসের অভিযোগও তোলেন শুভেন্দু। বলেন, “রাজ্যটাকে পুরো সিভিক বানিয়ে দিয়েছে। সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক পুলিশ, সিভিক স্বাস্থ্যকর্মী গোটা রাজ্য টাকে শেষ করেছেন মমতা ব্যানার্জী।” এর পাশাপাশি তিনি বলেন, ভাতা, ভিক্ষা ও ভর্তুকিতে রাজ্যটাকে শেষ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার চাকরি দিতে চায় না। প্রায় দশ লক্ষ পোস্ট ফাঁকা পড়ে রয়েছে।” এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, “মমতা ব্যানার্জী মনে করেন আমার সঙ্গে একটা ফিক্সড ভোট রয়েছে। কিছু মানুষকে ভাতা দেব, ভাতা দিলে তাদের ভোট পাব, আর তাদের ভোট পেলেই আমি জিতে যাব।” এরপর দুয়ারে সরকার প্রকল্প নিয়ে সাফ জানান, “আজকে দুয়ারে সরকার করছেন বেআইনি ভোটারদের প্রভাবিত করার জন্য। আর সেই একই সময় বারাসতে বেকার যুবক-যুবতীরা চাকরির দাবিতে আন্দোলন করছে, লক্ষ্মীর ভাণ্ডার রাস্তায় ভেঙে ফেলে তারা বলছে ভাতা চাইনা চাকরি চাই।”

বস্তুত, এদিন বিরোধী দলনেতা গয়েশপুর গোল বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে হেঁটে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। সেই সময় একদল তৃণমূল কর্মী সমর্থকরা তার পিছনে মিছিল করে স্লোগান দিতে থাকে। যদিও পুলিশ মিছিলটি সরিয়ে দেয়।

আরও পড়ুন: Narendra Modi: দাঙ্গাকারী ও মাফিয়াদের সমর্থন! উত্তর প্রদেশে বিরোধীদের নিশানায় মোদী

আরও পড়ুন: Nisith Pramanik: ‘ভিক্ষা, অনুদান নয়! কোচবিহার চায় সম্মান’, গ্রেটার নেতাকে পাশে নিয়ে মমতাকে কী বার্তা দিলেন নিশীথ?

 

Next Article