Nadia: স্নানে নেমেছিল তিন কিশোরী, চোখের পলকেই ভয়ঙ্কর পরিণতি
Nadia: তিনজনকে তোলা গেলেও দু’জনকে আর বাঁচান গেল না। অন্য়দিকে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনা নদিয়ার তাহেরপুর থানার পুরাতন দিঘীরপাড় এলাকার। ঠিক কী হয়েছিল?

তাহেরপুর: তিনজনে একসঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিল। কিন্তু, কে জানত সেখানেই তাদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। তিনজনকে তোলা গেলেও দু’জনকে আর বাঁচান গেল না। অন্য়দিকে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঠিক কী হয়েছিল? ঘটনা নদিয়ার তাহেরপুর থানার পুরাতন দিঘীরপাড় এলাকার। এখানেই একটি পুকুরে স্নানে নেমেছিল ৩ কিশোরী।
স্থানীয় সূত্রে খবর, স্নানে নামার কিছু সময়ের মধ্যেই তলিয়ে যায় তিনজনেই। তাদের চিৎকার শুনেই ছুটে আসে এলাকার লোকজন। তড়িঘড়ি জলে নেমে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু, শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি দু’জনকে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর তারা শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত্যু হয়েছে দিঘীরপাড়ের ১০ বছরের রাশি সরকার, ১১ বছরের জ্যোতি মণ্ডলের। শোকের ছায়া পরিবারে। অন্যদিকে এখনও রানাঘাট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৫ বছরের দেবিকা সরকার। পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিষয়ে খোঁজখবর শুরু করেছে।
