Nadia: বাজার থেকে ফিরছে না ছেলে, অপরিচিতের ফোন পেয়ে মা তো হতবাক…
Chapra: বাজারে গিয়েছিলেন যুবক। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফেরেননি। হঠাৎই বাড়িতে মুক্তিপণ চেয়ে আসে ফোন। ১ লক্ষ টাকা চায় ফোনের ওপারে থাকা ব্যক্তি। জানিয়ে দেয় তারপরই ফেরাবে ছেলেকে। এই ঘটনার পরই ওই যুবকের মা চাপড়া থানার পুলিশের দ্বারস্থ হন।
নদিয়া: মুক্তিপণ চেয়ে যুবককে অপহরণ। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করল কৃষ্ণনগর জেলা পুলিশ। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই রহস্য ভেদ করে পুলিশ। অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
বাজারে গিয়েছিলেন যুবক। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফেরেননি। হঠাৎই বাড়িতে মুক্তিপণ চেয়ে আসে ফোন। ১ লক্ষ টাকা চায় ফোনের ওপারে থাকা ব্যক্তি। জানিয়ে দেয় তারপরই ফেরাবে ছেলেকে। এই ঘটনার পরই ওই যুবকের মা চাপড়া থানার পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে সঙ্গে সঙ্গেই অপহরণের ছক ধরে ফেলে পুলিশকর্তারাও। সেইমতো তল্লাশি চালিয়ে আসে সাফল্য।
পরিবারের অভিযোগ, যারা অপহরণ করে বাজারে গিয়েই তাদের সঙ্গে দেখা হয়েছিল। সেখান থেকেই তুলে নিয়ে যায়। তদন্তের একেবারে শুরুতেই এলাকার রুট ম্যাপ আঁকিয়ে নেয় পুলিশ। এরপর সেই পথ ধরেই এগোয় তল্লাশি। শুরু হয় মোবাইল ফোন ট্র্যাকিং। তাতেই আসে সাফল্য। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকা থেকে অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।