Bangladeshi: লক্ষ্য ভারত! আইনকে বুড়ো আঙুল, কীভাবে বাংলাদেশিদের ভারতে ঢোকানো হত জানলে চমকে উঠবেন
Bangladeshi: তদন্তকারীদের সূত্রে খবর, প্রথমে কিছু টাকা আগাম হিসাবে নেওয়া হতো। তারপরেই সমরেশের নির্দেশে এজেন্ট মারফক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে এদেশে নিয়ে চলে আসা হত। তবে খেলা এখানেই শেষ নয়।
কলকাতা: শুধু জাল ভারতীয় পাসপোর্ট তৈরি করাই নয়, অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করিয়ে এ দেশে নিয়ে আসতো সমরেশ পরিচালিত চক্রের সদস্যরা। সূত্রের খবর, সমরেশ বিশ্বাসের জাল পাসপোর্ট তৈরির নেটওয়ার্কের মধ্যে ছিল বেশ কয়েকটি উইং। বিভিন্ন উইংয়ের এজেন্টদের কাজও ছিল ভিন্ন ভিন্ন। যেসব বাংলাদেশিরা বিদেশে যেতে চায় তাদের খোঁজ করার জন্য ছিল আলাদা এজেন্ট। যাদের নামে পাসপোর্ট হবে তাঁদের জন্য ভুয়ো রেসিডেনসিয়াল সার্টিফিকেট (বিশেষ করে পঞ্চায়েত এলাকার ঠিকানা ব্যবহার করে) জোগাড় করার জন্য ছিল আলাদা এজেন্ট।
এখানেই শেষ নয়। বাংলাদেশিদের আসল নাম বদলে দিয়ে নতুন নামে জাল আধার এবং ভোটার কার্ড তৈরির জন্য ছিল আলাদা এজেন্ট। একইভাবে ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং স্কুল সার্টিফিটেক, মার্কশিট তৈরি করতো অন্য লোক। তবে এত কিছু করার আগে প্রথমে বেআইনিভাবে কাঁটাতার পার করে এদেশে প্রবেশ করানো হয় ভারতীয় পাসপোর্টের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের। সীমান্ত পার করানোর কাজের জন্য ছিল আলাদা উইং। এদেশে নিয়ে এসে বাংলাদেশিদের সেফ শেল্টারে রাখার বন্দোবস্ত করার দায়িত্বও ছিল সমরেশের চক্রের কাঁধেই।
এই খবরটিও পড়ুন
তদন্তকারীদের সূত্রে খবর, প্রথমে কিছু টাকা আগাম হিসাবে নেওয়া হতো। তারপরেই সমরেশের নির্দেশে এজেন্ট মারফক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে এদেশে নিয়ে চলে আসা হত। তারপর ওই বাংলদেশের নাগরিকদের নাম বদলে নতুন নামে এক এক করে তৈরি হত জাল ভারতীয় নথি। পরবর্তীতে সেই নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করা হতো। কিছুদিনের মধ্যেই হাতে চলে আসতো সেই নথি।