নায়িকারা শরীর দেখিয়ে যে টাকা কামায়, তাই দিয়ে ভারতের চলে! বিএনপি নেতার ফাঁকা ডায়লগ শুনলে হাসবেন
BNP leader: বিএনপি নেতাদের মুখে এর আগে বাংলা তথা ভারত দখলের কথা শোনা গিয়েছে। তাঁদের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের মৌলবাদী নেতারাও।
ঢাকা: ভারতের নাকি নিজের চলার সামর্থই নেই। বাংলাদেশের ভয়ে নাকি ভারত কাঁপছে! এমনই হাস্যকর দাবি করে বসলেন বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেল। প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে এমনই সব কথা বলছেন তিনি। আর হাততালির ঝড় উঠছে তাঁর সভায়। এমনই দৃশ্য সামনে এল এবার। এমনকী ভারতের সামরিক শক্তিতেও ভয় পেতে রাজি নন তিনি। রাফালের নাম শুনে হাসছেন ওই নেতা!
এর আগে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। বিএনপি নেতা রিজভি বলেছিলেন শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, ওড়িশারও দখল নেবে বাংলাদেশ। আর এবার আসরে নামলেন আর এক বিএনপি নেতা।
লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হুঁশিয়ারি দিতে শোনা গেল হাবিবুর নবী খানকে। তিনি বলছেন, “ওরা রাফাল রাফাল বিমানের ভয় দেখায়। আরে ভাই আছে কটা রাফাল বিমান। ওদের কাজ বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ভয় দেখায়। কী বলে জানেন? রাফাল বিমান নাকি বাংলাদেশে এলে আমরা টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফাল বিমান লাগে। আর আপনাদের তো টয়লেট পেলে রাস্তায় বসে রাস্তায় বসে পড়েন।”
এখানেই শেষ নয়, ভারতীয় অভিনেত্রীদের নিয়েও কুমন্তব্য করেছেন ওই বিএনপি নেতা। তিনি বলছেন, “নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত কাপড় পরে। শরীর প্রদর্শন করে যা কামায়, সেই দিয়ে চলে। মনে রাখবে আমরা যদি একবার লুঙ্গিতে মালকোচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে।” সদ্য বাংলাদেশের এক উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। তবে তাতেও দমছেন না বাংলাদেশের নেতারা।