West Bengal Panchayat Elections 2023: প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু ভোটারের
West Bengal Panchayat Elections 2023: নদিয়ার তেহট্ট থানার ধোড়াদহ ১ নম্বর পঞ্চায়েতের সিসা গ্রামের হালদারপাড়া বুথের ঘটনা। মৃতের নাম নবদ্বীপ হালদার (৫৫)।
হালদারপাড়া: সোমবার বিভিন্ন জেলায় হচ্ছে পুনর্নিবাচন। তার মধ্যে রয়েছে নদিয়ার একাধিক বুথে ভোট হচ্ছে। সেই মতোই ভোট দিতে এসে মৃত্যু হল এক ভোটারের। তবে অশান্তির জন্য নয়, প্রচণ্ড গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল তাঁর।
নদিয়ার তেহট্ট থানার ধোড়াদহ ১ নম্বর পঞ্চায়েতের সিসা গ্রামের হালদারপাড়া বুথের ঘটনা। মৃতের নাম নবদ্বীপ হালদার (৫৫)। এ দিন, গরমের মধ্যে ভোট দিতে এসেছিলেন তিনি। ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভোটারের। জানা যাচ্ছে, ভোটের লাইনে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, গত ৮ই জুলাই হয় পঞ্চায়েত ভোট। সেই দিন বিভিন্ন জেলার একাধিক বুথে চরমে ওঠে অশান্তি। ঝরে রক্ত। কোথাও ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কোথাও ভাঙচুর করা হয় ব্যালট বাক্স। শুধু তাই নয়, ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া, ব্যালট বাক্স পুকুর-ডোবায় ফেলার ছবি দেখেছেন রাজ্যবাসী। বোমাবাজি ও গুলিচালনার মতো ঘটনা তো ছিলই। এই আবহে আজ রাজ্যের ৬৯৬টি বুথে হচ্ছে পুনর্নিবাচন। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বেলা চারটে পর্যন্ত।