AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netaji Subhas Chandra Bose: ভেঙে দু’টুকরো করে দেওয়া হল নেতাজীর মূর্তি, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য, নেপথ্যে কী কারণ?

Netaji Subhas Chandra Bose: নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পানিহাটিতে। CCTV ফুটেজে ধরা পড়ল সেই দৃশ্য। দুস্কৃতিরা এখনও অধরা।

Netaji Subhas Chandra Bose: ভেঙে দু'টুকরো করে দেওয়া হল নেতাজীর মূর্তি, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য, নেপথ্যে কী কারণ?
ছবি - নেপথ্যে কারা?
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 6:15 PM
Share

পানিহাটি: বছর দুই আগে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা রাজ্যে। রাজনৈতিক মহলেও তৈরি হয়েছিল বিস্তর চাপান-উতর। বিদ্যাসাগরের পাশাপাশি সমাজ তথা দেশবদলে যে সমস্ত বাঙালীদের নাম সবার আগে আসে সে তালিকায় সর্বদাই প্রথমসারিতে থাকেন নেতাজী সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। এবার কোপ পড়ল সেই নেতাজীর মূর্তিতে। ভেঙে দু’টুকরো করে দেওয়া হল নেতাজীর মূর্তি। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) পানিহাটিতে। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ল সেই ছবি। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতিদের টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। 

অভিযোগ, অভিযোগ মধ্যরাতে চার যুবক এসে পানিহাটি-সোদপুর এম এন মুখার্জি রোডে থাকা ওই নেতাজি মূর্তি ভেঙে ফেলে। চারজনেই মদ্যপ ছিল বলে জানা যাচ্ছে। স্থানীয় সংগতি ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছিল ওই মূর্তি। এদিকে মদ্যপদের হাতে মূর্তি ভেঙে পড়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে খড়দা থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কোন দিক থেকে দূষ্কৃতিরা এসেছিল, মূর্তির ভাঙার পর তারা কোন দিকে পালিয়ে যায় তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী তাদের পরিচয়ও জানারও চেষ্টা করা হচ্ছে। 

এদিকে নেতাজীর মত দেশ নায়কের মূর্তিতে কোপ পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের নাগরিক মহলেও। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতাজীপ্রেমীরা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অভিজিৎ দত্ত বলেন, “রাত ১টার পর চারজন ছেলে মদ্যপ অবস্থায় এসে নেতাজী মূর্তিতে লাথি মারে। মূর্তি ধরে ঝুলতেও থাকে। ধাক্কাধাক্কিও করে। এটা সম্পূর্ণভাবে একটা দেশদ্রোহী কাজ। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশকে সিটিটিভি ফুটেও দেওয়া হয়েছে”।