কলকাতা: আপাতত বৃষ্টিপাত বন্ধ হচ্ছে না বঙ্গে। বৃহস্পতিবার বিকেলে ফের একবার সাফ করে দেওয়া হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের আমদানির ফলে ১৭ এবং ১৮ জুন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৯ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও কালিম্পঙে। কলকাতা-সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ জুন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে। ১৯ জুন উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ত্রিপুরা ‘উদ্ধারে’ মুকুল-অস্ত্রেই ধার তৃণমূলের, ঘর বাঁচাতে আরএসএসের শরণে বিজেপি
১৮ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে। চাষীদের বজ্রপাতের সময় কাজে বেরোতেও বারণ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে গত ১১ জুন বর্ষার ঢোকে এবং তারপর থেকে বৃষ্টি হয়ে চলেছে প্রায় সব জেলায়। আগামী দু’দিন এই বৃষ্টিপাত চলবেই। যে কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। ২০ জুনের পর থেকে আবহাওয়ার বদল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ ধনখড়ের, ‘ছোট ছেলে হলে বকাঝকা করা যায়’, বললেন মমতার