উত্তর ২৪ পরগনা: বিজেপির দলীয় কার্যালয়ে বেপরোয়া ভাঙচুর। চলল লাঠি, লোহার রড নিয়ে হামলা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বারাকপুরে (Barrackpur)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র্যাফ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আচমকাই বারাকপুরের আরদালি বাজার এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে হামলা চালায় কয়েকজন যুবক। কার্যালয়ের ভিতরে ঢুকে বেপরোয়া ভাঙচুর করতে থাকে তারা। ছিড়ে ফেলা হয় দলীয় পতাকা, ভাঙচুর করা হয় কার্যালয়ের ভিতরে থাকা টেবিস, চেয়ার। অনান্য কাগজপত্রও নষ্ট করা হয় বলে অভিযোগ।
ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃনমূলের দুষ্কৃতীরাই তাঁদের দলীয় অফিস ভাঙচুর করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। নামানো হয়েছে র্যাফ, রয়েছে পুলিস পিকেট। পুলিস এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।