AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘ভয়ঙ্কর হবে উনত্রিশ’, ছাব্বিশের নির্বাচনকে পাত্তাই দিলেন না মমতা

Mamata Banerjee on elections: শুধু গুজরাট নির্বাচন নয়, ২০২৯ সালে কেন্দ্রেও বিজেপি ক্ষমতা হারাবে বলে এদিন মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, "২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। সেদিন কোথায় পালাবে, এখন থেকে জায়গা দেখে ঠিক করে নাও।"

Mamata Banerjee: 'ভয়ঙ্কর হবে উনত্রিশ', ছাব্বিশের নির্বাচনকে পাত্তাই দিলেন না মমতা
বনগাঁর সভায় মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2025 | 7:34 PM
Share

বনগাঁ: আর মাস পাঁচেক পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভার ফলাফল কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। কিন্তু, ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি যে ভাবিত নন, তা হাবেভাবে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁয় তৃণমূলের সভা থেকে এর কারণও জানালেন তিনি। একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে বললেন, বাংলা জিততে গিয়ে গুজরাট হারাবে গেরুয়া শিবির। ২০২৯ সালে বিজেপি লোকসভা নির্বাচনেও হারবে বলে মন্তব্য করেন তিনি। এমনকি, ছাব্বিশে বাংলায় নির্বাচনের পর দেশজুড়ে প্রচারে নামবেন বলেও তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন। 

সদ্য সমাপ্ত বিহারের নির্বাচনে এনডিএ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। এদিন বনগাঁর সভা থেকে বিহারের নির্বাচনের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “বিহারে যা নির্বাচন করেছেন। ওরা লড়তে পারেনি বেচারা। আপনাদের গেম ধরতে পারেনি। আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত। তাই আমরা ধরে নিই এ টু জেড। আমাদের সঙ্গে পারা মুশকিল। তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না। বাংলার মানুষকে জব্দ করতে হবে। বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে। বাংলাকে নিয়ে গিয়ে গুজরাটে ফেলতে হবে। সব গুজরাটি খারাপ একথা বলব না। আগামী নির্বাচনে গুজরাটে বিজেপি হারবে। এখন থেকে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। বাংলা দখল করতে দিয়ে গুজরাট হারাবে।” প্রসঙ্গত, গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে ২০২৭ সালে। 

শুধু গুজরাট নির্বাচন নয়, ২০২৯ সালে কেন্দ্রেও বিজেপি ক্ষমতা হারাবে বলে এদিন মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। সেদিন কোথায় পালাবে, এখন থেকে জায়গা দেখে ঠিক করে নাও।”

মানুষকে আঘাত করলে তাঁকে আঘাত করা হয়েছে বলে মনে করেন বলে জানালেন মমতা। সেকথা উল্লেখ করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। এটা মাথায় রেখো। ছাব্বিশের নির্বাচনের পর আমিও একটু দেশটা চষে বেড়াব।”

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যে জিতছে, তা নিয়ে ‘নিশ্চিত’ তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “কোটি কোটি টাকা খরচ করো। টাকা গুঁজে গুঁজে দাও। মানুষ টাকা নেবে, কিন্তু মানুষ ভোট দেবে না। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে।” এরপরই তিনি বলেন, “আমার বাংলা ভাল থাকলে দেশটা ভাল থাকবে। বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘ্যাত দেখবে। যা পেয়েছিলে, তার থেকে শূন্যে নামিয়ে আনব।”

মমতার মন্তব্য নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আগামী অন্ততপক্ষে তিন থেকে চারটে টার্ম কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির কোনও বিকল্প নেই। উনত্রিশের পর চৌত্রিশ। আর চৌত্রিশের পরের যে টার্ম, সেই টার্মেও বিজেপি থাকবে। আর ছাব্বিশেই তৃণমূল থাকবে না। কারণ, উনি যে বাংলা ও বাঙালির কথা বলছেন, তাঁদের মনের কথা হল, বাঁচতে চাই, বিজেপি তাই। এবং এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে, তত হতাশা বাড়ছে। সেই হতাশারই বহিঃপ্রকাশ হচ্ছে।”