ভাটপাড়া : আগামিকাল ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ। তার জন্য প্রস্তুতিও ছিল তুঙ্গে। নির্বাচনী প্রচারে নেমেছিলেন শাসক শিবির, বিরোধী শিবির। বর্ণাঢ্য শোভাযাত্রা করে হয়েছে প্রচারাভিযান। কিন্তু নির্বাচনের প্রাক্কালে ঘটল ছন্দপতন। ভোটের আগের দিন ভাটপাড়ায় শোকের ছায়া। আজ সকালে মারা গেলেন ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম (CPI(M)) প্রার্থী বাবলি দে। সেই কারণে বন্ধ থাকবে ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ। আপাতত কাউন্সিলর নির্বাচিত হবে না এই ওয়ার্ডে।
সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার ভোর রাতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্য়ু হয়েছে তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দের। জানা গিয়েছে গত বৃহস্পতিবার দুপুরবেলা তিনি নিজের ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচার চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জানা যায় সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ এই দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তারপর আজ ভোররাতে সেই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুর কারণ আপাতত বন্ধ থাকবে ভাটপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ।
তিনি দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সিপিআইএম এর জুটমিল মজদুর সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। তিনি সিআইটিইউ এর রাজ্য কমিটির সদস্যও ছিলেন। রাত পোহালেই ১০৮ টি পুরসভায় নির্বাচন। নাকা চেকিং শুরু হয়েছে রাজ্য জুড়ে। বিভিন্ন হোটেল, দোকান, শপিং মলে ঢুকে বহিরাগতদের খোঁজ করছে পুলিশ বাহিনী। এই পুরসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলা। দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে শাসক শিবিরের কর্মী সমর্থকরা। এই পুরসভা নির্বাচনে তৃণমূলের তরফে দুইবার প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ফুঁসছিল গোটা বাংলা। টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রার্থী পছন্দ না হওয়াতেও বিক্ষোভে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থকরা। এহেন পরিস্থিতিতে আগামিকাল ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ। তবে ভোট হচ্ছে না ভাটপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডে।
আরও পড়ুন : Dilip Ghosh on TMC : ‘এসপি-কে কেন সরানো হয়নি!’ আনিসের মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্ন দিলীপের