AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিজিটিং কার্ডে রেলের প্যানেল রিক্রুটার হিসেব পরিচয়? অর্জুনের অভিযোগ ওড়ালেন TMCP নেতা

TMCP: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা চিঠিতে অর্জুন সিং অভিযোগ করেছেন, নিজেকে ইস্টার্ন রেলওয়ের প্যানেল রিক্রুটার বলে প্রচার করছেন শুভরঞ্জন সিং। তৃণমূল এই ছাত্রনেতার ভিজিটিং কার্ডের উপরের ডানদিকে অশোকস্তম্ভের ছবি রয়েছে। আর তাঁর নামে নিচে লেখা রয়েছে ইস্টার্ন রেলওয়ের প্যানেল রিক্রুটার।

ভিজিটিং কার্ডে রেলের প্যানেল রিক্রুটার হিসেব পরিচয়? অর্জুনের অভিযোগ ওড়ালেন TMCP নেতা
অর্জুন সিংয়ের অভিযোগ নিয়ে কী বললেন শুভরঞ্জন সিং?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2025 | 6:28 PM
Share

ব্যারাকপুর: রেলের রিক্রুটমেন্ট প্যানেলের রিক্রুটার হিসেবে পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে বিলি করার অভিযোগ তৃণমূলের এক ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রনেতার নাম শুভরঞ্জন সিং। তৃণমূলের এই ছাত্রনেতার বিরুদ্ধে রেলমন্ত্রীকে চিঠি লিখলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। সিবিআই তদন্তের দাবিও জানালেন। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন শুভরঞ্জন সিং। রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতেই অর্জুন সিং এমন অভিযোগ করছে বলে তৃণমূলের এই ছাত্রনেতা দাবি করেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা চিঠিতে অর্জুন সিং অভিযোগ করেছেন, নিজেকে ইস্টার্ন রেলওয়ের প্যানেল রিক্রুটার বলে প্রচার করছেন শুভরঞ্জন সিং। তৃণমূল এই ছাত্রনেতার ভিজিটিং কার্ডের উপরের ডানদিকে অশোকস্তম্ভের ছবি রয়েছে। আর তাঁর নামে নিচে লেখা রয়েছে ইস্টার্ন রেলওয়ের প্যানেল রিক্রুটার। এই নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ।

অর্জুন সিং বলেন, “কতবড় স্পর্ধা যে নিজের ভিজিটিং কার্ডে লিখছেন রেলের রিক্রুটার। এই ভিজিটিং কার্ড কতজনের হাতে পৌছেছে, আর কতজন এই প্রতারকের পাল্লায় পড়েছে, তা এখনও জানা নেই। টাকা নেওয়ার অভিযোগ এখনও কারও কাছ থেকে পাইনি। তবে পুলিশ ছাড়া এসব হয় না। পুলিশই তো নিরাপত্তা দিচ্ছে। তৃণমূলের নেতারাও এর সঙ্গে জড়িত রয়েছেন।

শুভরঞ্জনের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, “তৃণমূল মানেই তোলাবাজি। আর সেই তোলাবাজি করতেই এই ভুয়ো নথি ছাপিয়ে সর্বত্রই ছড়াচ্ছে শুভরঞ্জন সিং। রেলে চাকরি দেওয়ার নামে টাকা তুলছে। শাসকদল এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ সবকিছু দেখেও দর্শকের ভূমিকা পালন করছে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভরঞ্জন সিং। অর্জুন সিংকে তোপ দেগে পাল্টা তিনি বলেন, “ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের কাছ থেকে কি টাকাটা নেওয়া হয়েছে? কারও কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কি? অশোকস্তম্ভ দেওয়া প্যাড কেউ ব্যবহার করতে পারে? বাচ্চা ছেলের মতো বাচ্চা ছেলের সঙ্গে লড়াই করছেন। আমি ওঁর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এর আগে জানুয়ারিতে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলাম। উনি অনেক কথা বলবেন। রেলমন্ত্রীকে চিঠি পাঠান না। তাঁকে তো প্রমাণ করতে হবে।” TMCP এই নেতা বলেন, রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে এইসব অভিযোগ তুলছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি নেতা।