Arjun Singh: নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে অর্জুনের বাড়ি, থানা থেকে লাগানো হল মোট ১৬৫টি ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Sep 11, 2021 | 6:08 PM

CCTV installed in Arjun Singh's House: বোমাবাজির ঘটনার পর বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) এর নিরাপত্তায় কড়াকড়ি নজরদারির উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। বাড়ির চারদিকের রাস্তায় জগদ্দল থানা লাগানো হল ২০টি ক্যামেরা।

Arjun Singh: নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে অর্জুনের বাড়ি, থানা থেকে লাগানো হল মোট ১৬৫টি ক্যামেরা
বিজেপি সাংসদ অর্জুনের সঙ্গে বিধায়ক শুভেন্দু অধিকারী, ফাইল চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: বোমাবাজির ঘটনার পর বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) এর নিরাপত্তায় কড়াকড়ি নজরদারির উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। বাড়ির চারদিকের রাস্তায় জগদ্দল থানা লাগানো হল ২০টি ক্যামেরা।

জগদ্দল অঞ্চলে ক্রমেই বেড়ে চলেছে দুষ্কৃতী তাণ্ডব। সেখান থেকে থেকে বাদ যায়নি সাংসদের বাড়িও। তাঁর বাড়ির সামনেও পড়েছে বোমা। দুষ্কৃতী তাণ্ডব রুখতে এবার জগদ্দল থানার পুলিশের উদ্যোগ জগদ্দল থানা অঞ্চল জুড়ে নতুন করে মোট ১৬৫টি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হল শনিবার। আর তাতে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে সংসদের বাড়ির সামনের রাস্তার উপর। শুধুমাত্র এই রাস্তাতেই লাগানো হচ্ছে ২০টিরও বেশি ক্যামেরা। তাছাড়া অর্জুন সিংয়ের বাড়ির চারপাশে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। সাংসদের নিরাপত্তা তৎপরতা বাড়ছে বারাকপুর পুলিশ কমিশনারেটে।

পুলিশের তরফে বলা হচ্ছে, দুষ্কৃতী তাণ্ডব ও দুষ্কৃতীদের চিহ্নিত করতে সাহায্য় করবে এই ক্যামেরাগুলি। যদিও এতেও রাজ্য প্রশাসনকে খোঁচা দিতে ছাড়েনি সাংসদের পরিবার। অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের দাবি, এ কাজ আরও আগে করা উচিত ছিল। যদিও অনেক সময় দেখা যায় গণ্ডগোলের সময় থানার ক্যামেরা কাজ করে না। সেদিকে নজর রাখা উচিত।

উল্লেখ্য, বুধবার সকালে সিআইএসএফের পাহারার দেড় ফুটের মধ্যেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনার অভিযোগ ওঠে। ঘটনায় সাংসদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয় সূত্রে খবর, অর্জুন সিংয়ের বাড়ির সামনের গলিতে ১৬-১৭ জন যুবক ভিড় করে ছিলেন সেদিন। এরপর দু’টি বাইক সেখানে এসে পৌঁছয়। বাইক থেকেই পরপর ২-৩ টি বোমা ছোড়া হয় অর্জুন সিংয়ের বাড়িতে বলে অভিযোগ। সিআইএসএফ জওয়ানদের সামনেই বোমা মেরে পালিয়ে যান যুবকরা।

সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তারই মধ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন ভিড় দেখেও কোনও পদক্ষেপ করলেন না সিআইএসএফ জওয়ানরা, তা নিয়েও যেমন প্রশ্ন ওঠে। ঘটনায় দিলীপ ঘোষরা দাবি করেন, “এটা রুটিন ব্যাপার হয়ে গিয়েছে। অর্জুন সিং ও তাঁর পরিবারকে উত্তপ্ত করতে শাসকদল এটা করছে। ও টক্কর দিচ্ছে। সাধারণ মানুষ একদিন এর জবাব দেবে।”

এদিকে শুক্রবার সন্ধ্যেবেলা বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। শুক্রবারই অর্জুনের ভাটপাড়ার বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (MLA Suvendu Adhikari)। এনআইএ তদন্তের দাবি করেন তিনি। সেই রাতেই অর্জুন সিংয়ের বাড়ির নিরাপত্তা বাড়াতে তৎপরতা দেখা যায় কমিশনারেটের আধিকারিকদের মধ্যে।

শুক্রবার রাতেই অর্জুন সিংয়ের বাড়ির নিরাপত্তা বাড়াতে এলাকা ঘুরে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ জ়োন) শ্রীহরি পাণ্ডে। জগদ্দল থানার ওসিকে নিয়ে সাংসদের বাড়ির চারদিক ঘুরে দেখেন। সিআইএসএফের নিরাপত্তা জ়োনের বাইরে আরও কী ভাবে পুলিশি টহলদারি বাড়ানো যায় তা খতিয়ে দেখা হয়। তার পরেই এই নিরাপত্তার ব্যবস্থা করল পুলিশ।

আরও পড়ুন: শুভেন্দুর NIA তদন্তের দাবির পরই রাতারাতি অর্জুন সিংয়ের বাড়িতে কমিশনারেটের কর্তারা

Next Article