শুভেন্দুর NIA তদন্তের দাবির পরই রাতারাতি অর্জুন সিংয়ের বাড়িতে কমিশনারেটের কর্তারা

Arjun Singh: যদিও এই বোমাবাজির অভিযোগকে ভবানীপুরের উপনির্বাচনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন অর্জুন। দাবি করেছেন, ভবানীপুরের ভোটে দল তাঁকে পর্যবেক্ষক করায় তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে।

শুভেন্দুর NIA তদন্তের দাবির পরই রাতারাতি অর্জুন সিংয়ের বাড়িতে কমিশনারেটের কর্তারা
অর্জুন সিংয়ের বাড়ির সামনে কমিশনারেটের আধিকারিকরা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2021 | 8:30 AM

উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। শুক্রবারই অর্জুনের ভাটপাড়ার বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (MLA Suvendu Adhikari)। এনআইএ তদন্তের দাবি করেন তিনি। এরই মধ্যে এদিন রাতে অর্জুন সিংয়ের বাড়ির নিরাপত্তা বাড়াতে তৎপরতা দেখা যায় কমিশনারেটের আধিকারিকদের মধ্যে।

শুক্রবার রাতেই অর্জুন সিংয়ের বাড়ির নিরাপত্তা বাড়াতে এলাকা ঘুরে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ জ়োন) শ্রীহরি পাণ্ডে। জগদ্দল থানার ওসিকে নিয়ে সাংসদের বাড়ির চারদিক ঘুরে দেখেন। সিআইএসএফের নিরাপত্তা জ়োনের বাইরে আরও কী ভাবে পুলিশি টহলদারি বাড়ানো যায় তা খতিয়ে দেখা হয়। পুলিশ সূত্রে খবর, সাংসদের বাড়ি ও সংলগ্ন এলাকায় পুলিশ পিকেটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘটনার সূত্রপাত…

গত বুধবার সকালে সিআইএসএফের পাহারার দেড় ফুটের মধ্যেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনার অভিযোগ ওঠে। ঘটনায় সাংসদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয় সূত্রে খবর, অর্জুন সিংয়ের বাড়ির সামনের গলিতে ১৬-১৭ জন যুবক ভিড় করে ছিলেন সেদিন। এরপর দু’টি বাইক সেখানে এসে পৌঁছয়। বাইক থেকেই পরপর ২-৩ টি বোমা ছোড়া হয় অর্জুন সিংয়ের বাড়িতে বলে অভিযোগ। সিআইএসএফ জওয়ানদের সামনেই বোমা মেরে পালিয়ে যান যুবকরা।

সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh) ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তারই মধ্যে কী ভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন ভিড় দেখেও কোনও পদক্ষেপ করলেন না সিআইএসএফ জওয়ানরা, তা নিয়েও যেমন প্রশ্ন ওঠে। একই সঙ্গে দিলীপ ঘোষরা দাবি করেন, “এটা রুটিন ব্যাপার হয়ে গিয়েছে। অর্জুন সিং ও তাঁর পরিবারকে উত্তপ্ত করতে শাসকদল এটা করছে। ও টক্কর দিচ্ছে। সাধারণ মানুষ একদিন এর জবাব দেবে।”

অর্জুন সিং নিজেও বলেন, “এবার সেলফ ডিফেন্সের সময় এসেছে। আত্মরক্ষা নিজেকেই করতে হবে।” টুইটারে ঘটনার নিন্দা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তাঁর দাবি, রাজ্যে এখনও যে হিংসা অব্যাহত এ সমস্ত ঘটনা তারই প্রমাণ। সাংসদের বাড়িতেও বোমাবাজি হচ্ছে। এর থেকে ভয়ঙ্কর আর কী আছে! সাংসদের নিরাপত্তা ব্য়বস্থা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এরপরই শুক্রবার শুভেন্দু অধিকারী অর্জুন সিংয়ের বাড়িতে গিয়ে বলেন, “সাংসদের বাড়িতে যেভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে তা ন্যাক্কারজনক। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরেই এই বোমাবাজির ঘটনা। আজ শুনলাম এখানে এনআইএ-র তদন্তকারীরা এসেছিলেন। আমি খুব খুশি। আমি চাই, এই সব দোষীদের শাস্তি হোক। মুখ্য়মন্ত্রী কোনও পদক্ষেপ করছেন না। জাতীয় সংস্থার গোয়েন্দারা যখন দায়িত্ব নিয়েছেন, তখন সেখানে আর আলাদা করে আমার বলার কিছু নেই।”

যদিও এই বোমাবাজির অভিযোগকে ভবানীপুরের উপনির্বাচনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন অর্জুন। দাবি করেছেন, ভবানীপুরের ভোটে দল তাঁকে পর্যবেক্ষক করায় তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ১১ বার তাঁকে আক্রমণ করা হয়েছে এবং প্রতি বারই তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। অর্জুন সিংও চান এবারের ঘটনায় এনআইএ তদন্ত হোক।

আরও পড়ুন: মেয়ের ফোন পেয়ে জামাইয়ের কারখানায় যান শ্বশুরবাড়ির লোকজন! উঁকি মারতেই হাড় হিম করা দৃশ্য…