‘ঘরের সামনে হঠ করে পড়ে থেঁতলে গেল ছেলেটার মাথা’, ডুকরে কেঁদে উঠলেন মা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 12, 2021 | 10:31 AM

Bhatpara: সিকান্দার এলাকারই একটি মিলে কাজ করতেন। লকডাউনের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে মিল।

ঘরের সামনে হঠ করে পড়ে থেঁতলে গেল ছেলেটার মাথা, ডুকরে কেঁদে উঠলেন মা
নিহত যুবক (নিজস্ব চিত্র)

Follow Us

উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাটপাড়া। ২০ হাজার টাকার জন্য বাড়ির সামনে ডেকে এনে গুলি করে খুন যুবককে। শুটআউট ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। মৃতের নাম সিকান্দার দাস। ঘটনায় আঙুল উঠেছে মনোজ সাউ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সিকান্দার এলাকারই একটি মিলে কাজ করতেন। লকডাউনের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে মিল। টাকার অভাবে সংসার চালাতে পারছিলেন না। মিলের ম্যানেজারের কাছ থেকেই ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ না থাকায় সেই টাকা শোধ করতে পারছিলেন না।

এদিকে, বারবার টাকা চেয়ে মনোজ সাউ তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। এই নিয়ে তাঁকে একাধিকবার শাসানো হয় বলেও অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার পর থেকে বাড়িতেই ছিলেন সিকান্দার। রাত সাড়ে দশটা নাগাদ বাড়িতে আসেন মনোজ।

অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর আচমকাই গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। সিকান্দারকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার মনোজ ওরফে মন্নুর বিরুদ্ধেই অভিযোগ আঙুল তুলেছে পরিবার। সিকান্দারের মা বলেন, “ওর বউটার শরীর খারাপ। বলল আমি ওর চিকিত্সাটা করিয়ে নিই। তারপর টাকা ফেরত দিয়ে দেবো। সবেমাত্র বউটাকে হাসপাতাল থেকে ফেরত এনেছিল। এরই মধ্যে ওকে ডেকে নিয়ে গেল। আমার ছেলে বলছিল, আমি পয়সা দিয়ে দেবো। আমার চোখের সামনে ছেলেটাকে গুলি করে দিল।”

তবে ভাটাপাড়ায় বারবার গুলি, বোমা এবং খুনের ঘটনায় আতঙ্কিত এলাকার বাদিন্দারা। দিনকে দিন বাড়ছে দুস্কতীরাজ। অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসীরাও। স্থানীয়রাই বলছেন, ভাটপাড়া ছেড়ে চলে যেতে ইচ্ছা হয়। স্থানীয় বাসিন্দাদের আত্মীয়রাও আসতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ।

কোথা থেকে এত বোমা- বন্দুক আসছে? আর পুলিশই বা কী করছে? প্রশ্ন এলাকাবাসীর। কবে শান্তি ফিরবে ভাটাপাড়ায়, সেই দিকে তাকিয়ে এলাকাবাসীরা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সিআইএসএফ প্রহরার দেড় ফুটের মধ্যেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি হয়। ভোট পরবর্তী পর্যায়ে জুলাই মাসেও অর্জুনের বাড়িতে বোমাবাজি হয়। সিআইএসএফ- এর উপস্থিতেই বারে বারে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে সাংসদ অর্জুন সিং এবং তাঁর পুত্র বিধায়ক পবন সিং-এর নিরাপত্তা নিয়ে।

সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। আর তার ছেলে বিধায়ক পবন সিং ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাংসদের বাড়িতে এবং তাঁর বাড়ির দরজায় মাছিও বসতে পারে না! সেখানে বোমাবাজি হচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আরও পড়ুন: Gujrat CM Resign: গুজরাটের নতুন মুখ্য়মন্ত্রী বাছাইয়ে নিয়োগ ২ পর্যবেক্ষক, আজই নাম ঘোষণার সম্ভাবনা

আরও পড়ুন: Weather Update: ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ, দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা! কোন কোন জেলায় বেশি বিপদ?

Next Article