BSF: বাগদায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 27, 2022 | 9:33 PM

BSF: সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের কাছ থেকে ইতিমধ্যেই এ ঘটনার রিপোর্ট চেয়েছে বিএসএফ-এর সদর দফতর।

BSF: বাগদায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান
প্রতীকী চিত্র

Follow Us

বাগদা: গোটা দেশের পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে বাংলাতে। এবার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই বিএসএফ (BSF) জওয়ানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায় (North 24 pargana)। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্তের জিতপুর বিওপির পাশে পাট ক্ষেতে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ান। শুক্রবার বাগদা থানায় গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ জানান নির্যাতিতা। 

অভিযোগ পাওয়ার পরেই দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এ ঘটনায় নড়েচড়ে বসেছে বিএসএফের সদর দফতরও। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের কাছ থেকে ইতিমধ্যেই এ ঘটনার রিপোর্ট চেয়েছে বিএসএফ-এর সদর দফতর। তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। 

এ প্রসঙ্গে বনগাঁ থানার এসপি তরুণ হালদার বলেন, “বাগদা থানার অন্তর্গত জিতপুরে এ ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। এক মহিলা এই অভিযোগ করেছেন। গণধর্ষণের অভিযোগ করেন। ওনার অভিযোগের ভিত্তিতেই আমরা দুজন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করি। তবে এ ঘটনার পর এলাকায় সামান্য চাপা উত্তেজনা রয়েছে। আমরা নজর রাখছি যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়। অভিযুক্তদের আগামীকাল আদালতে তোলা হবে।” 

Next Article