চাকলা : এবার চাকলায় বিশাল অঙ্কের টাকার দুর্নীতির অভিযোগ। চাকলা গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা দাস কাহারের বিরুদ্ধে এবার লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ তুললেন ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্যরা। পঞ্চায়েতের ১৪ জন সদস্য সোমবার দেগঙ্গার বিডিও অফিসে গিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা জমা দেন। উল্লেখ্য, বেশ কয়েক দিন আগেই চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা দাস কাহারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও সমর্থকরা। চাকলা গ্রাম পঞ্চায়েতের মোট ২২ জন সদস্য। তাঁদের মধ্যে ১৪ জন পঞ্চায়েত সদস্য বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা জমা দিলেন বিডিওর কাছে।
প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যরা অভিযোগ তুলেছেন ১০০ দিনের কাজের টাকা এবং পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকার কেলেঙ্কারিতে যুক্ত মৌমিতা দাস কাহার। পঞ্চায়েত সদস্য শংকরী মণ্ডল অভিযোগ তোলেন, “প্রধান পঞ্চায়েত অফিসে ঠিকঠাক আসেনই না, খুবই কম আসেন। মানুষের অনেক সমস্যা থাকে, সেগুলি সমাধানের ক্ষেত্রে সমস্যা হয়। সোমবার আমরা ১৪ জন পঞ্চায়েত সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা জমা দিয়েছি। তিনি অনেক টাকার দুর্নীতি করেছেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে।” অন্য এক সদস্য সাবেকুন্নাহারও বলেন, “তহবিলের অনেক টাকা তছনছ হয়েছে। সেই জন্য আমরা অনাস্থা জমা দিয়েছি। প্রায় আট লাখ টাকা তছনছ হয়েছে।”
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল স্থানীয় পঞ্চায়েত প্রধান মৌমিতা দাস কাহারের সঙ্গেও। তিনি বলেন, “প্রথমে দশজন সদস্য আমার কাছে এসেছিলেন। আমাকে তাঁরা ইস্তফা দিতে বলেন। কিন্তু আমি বলি, দল যেটা সিদ্ধান্ত নেবে, আমি সেটাই করব। দলের বিরুদ্ধে আমি নই। দল যদি আমাকে বলে আজই ইস্তফা দিতে, আমি তা দেব। হয়ত তাঁদের দুর্নীতির সঙ্গে আমি যুক্ত হতে পারছি না বলেই এই কাজ করা হচ্ছে। এটি চক্রান্ত করা হচ্ছে। পঞ্চায়েতে স্পেশাল অডিট হচ্ছে। সেখানে যদি দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে দেখা যাবে।”