Shootout at Duttapukur: ভরসন্ধ্যায় ফের চলল গুলি, এবার দত্তপুকুর… ঝাঁঝরা প্রাক্তন বিজেপি কর্মী

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 27, 2022 | 9:39 PM

North 24 Parganas: জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ মন্মথ মণ্ডল খেজুরতলা এলাকা দিয়ে একাই যাচ্ছিলেন। সেই সময় বাইকে চেপে দুষ্কৃতীরা এসে তাঁর উপর হামলা চালায়।

Shootout at Duttapukur: ভরসন্ধ্যায় ফের চলল গুলি, এবার দত্তপুকুর... ঝাঁঝরা প্রাক্তন বিজেপি কর্মী
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নিজস্ব চিত্র।

Follow Us

উত্তর ২৪ পরগনা: ফের গুলি চলল জেলায়। রবিবার সন্ধ্যায় বসিরহাটের পর সোমবার সন্ধ্যায় দত্তপুকুরের কাশিমপুরে নতুনপাড়া খেজুরতলায় চলল গুলি। গুলিবিদ্ধ ওই ব্যক্তির মৃত্যু হয় ঘটনাস্থলেই। নিহতের নাম মন্মথ মণ্ডল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। জানা গিয়েছে, দু’টি গুলি করা হয় ওই ব্যক্তিকে লক্ষ্য করে। স্থানীয় সূত্রে খবর, এক সময় বিজেপির কর্মী ছিলেন মন্মথ। তবে বর্তমানে রাজনীতির সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক ছিল না। বরং জমির দালালি নিয়েই ব্যস্ত থাকতেন তিনি।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ মন্মথ মণ্ডল খেজুরতলা এলাকা দিয়ে একাই যাচ্ছিলেন। সেই সময় বাইকে চেপে দুষ্কৃতীরা এসে তাঁর উপর হামলা চালায়। প্রথমে দু’ রাউন্ড গুলি চলে। বুকে ও মাথায় গুলি লাগে মন্মথের। তবে এলাকাবাসী জানান, গুলির কোনও শব্দ শোনা যায়নি। যদিও গুলি লাগার পরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এলাকার লোকজন উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান জমির দালালি সংক্রান্ত কোনও শত্রুতার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ও এসডিপিও এসে পৌঁছন। স্থানীয়দের দাবি, এই ধরনের ঘটনা এর আগে কখনও তাঁদের এলাকায় ঘটেনি। স্বভাবতই এই ঘটনা আতঙ্কের উদ্রেক করে। পুলিশ তদন্ত শুরু করেছে। একইসঙ্গে এলাকায় বিশাল পুলিশের দল মোতায়েন করা হয়েছে।

নিহতের এক আত্মীয় বলেন,  “আমি জলের ব্যবসা করি। আজ সন্ধ্যা ৬টা নাগাদ আমার কাছে জল চেয়ে একটা ফোন এসেছিল। সেটা দিয়েই ফিরছিলাম। ফেরার সময় দেখি মন্মথ গলি থেকে কাকে একটা ফোন করতে করতে বেরোচ্ছে। তারপরই এই ঘটনা ঘটে। তখন ৭টা বাজে। আমার মেয়েকে ওই বাড়িতে বিয়ে দিয়েছি। সম্পর্কে আমার বেয়াই হন। এমনি ব্যবহার তো ভালই। এক সময় বিজেপি করত। এখন আর কিছু করে না।”

Next Article