উত্তর ২৪ পরগনা: দত্ত পুকুর খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মানিক ব্যাপারী। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে দত্ত পুকুর থানার পুলিশ। বামনগাছি বিজেপি কর্মী খুনের ঘটনার পর থেকে এলাকা শুনশান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে । মন্মথ মণ্ডল নামে ওই বিজেপি কর্মী সোমবার বাড়ি থেকে খানিকটা দূরেই গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তিনি ফোন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাইকে চেপে দুষ্কৃতীরা এসে তাঁর উপর হামলা চালায়। প্রথমে দু’ রাউন্ড গুলি চলে। বুকে ও মাথায় গুলি লাগে মন্মথের।
গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তবে ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপির নেতাকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। একই অভিযোগ করছে বিজেপি।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, যে নিজেদের ব্যবসায়ীক সংক্রান্ত বিবাদের কারণেই খুন হয়ে থাকতে পারেন ওই ব্যক্তি। এখনও পুলিশের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। পরিবারের তরফে পুলিশের কাছে বেশ কয়েক জনের নাম জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুষ্কৃতীর কোনও রাজনৈতিক পরিচয় জানা যায়নি। এখনই এবিষয়ে বিশেষ খোলসা করে কিছুই বলতে চাননি তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান জমির দালালি সংক্রান্ত কোনও শত্রুতার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।