Bharpara: হেরোইন বিক্রিতে বাধা, ভাটপাড়ায় কালাবাবুর দলবলের হাতে আক্রান্ত তৃণমূল নেতা

Bharpara: দিখলেশ সিংয়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় মাদক পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েছে। তাঁদের দাপটেই অতিষ্ট এলাকার বাসিন্দারা। এর আগেও একাধিকবার মাদক বিক্রির প্রতিবাদ করেছেন দিখলেশ। কিন্তু, কাজের কাজ কিছু হয়নি।

Bharpara: হেরোইন বিক্রিতে বাধা, ভাটপাড়ায় কালাবাবুর দলবলের হাতে আক্রান্ত তৃণমূল নেতা
মাথা ফাটল গাড়ির চালকেরImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 11:24 PM

ভাটপাড়া: দিবারাত্র বিক্রি হচ্ছে হেরোইন। প্রকাশ্য দিবালোকেই চলছে কারবার। তারই প্রতিবাদ করায় আক্রান্ত  ভাটপাড়া তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি দিখলেশ সিং।  অভিযোগ, এদিন এদিন তাঁর ১৭ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান এলাকায় হামলা চালায় মাদক কারবারিরা0। লোহার রড ও লাঠিসোটা নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তাঁর গাড়ির চালককে। তাঁর মাথা ফেটেছে বলে খবর। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। 

দিখলেশ সিংয়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় মাদক পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েছে। তাঁদের দাপটেই অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। এর আগেও একাধিকবার মাদক বিক্রির প্রতিবাদ করেছেন দিখলেশ। কিন্তু, কাজের কাজ কিছু হয়নি। অভিযোগ, নেপথ্যে রয়েছে এলাকার ত্রাস কালাবাবুর হাত। তার দলবলই এই মাদক বিক্রির কাজ করে আসছে। 

এ ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ১০ জনকে গ্রেফতার করলেও ফেরার মূল অভিযুক্ত কালাবাবু। তার খোঁজে চলছে এলাকায় তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। সূত্রের খবর, এর আগেও পুলিশের হাতে হেরোইন সমেত গ্রেফতার হয়েছিল কালাবাবু। পরে জেল থেকে বেরিয়েও আসে। ভাটপাড়া-জগদ্দল এলাকাতেই মূলত রয়েছে তাঁর দাপট। যদিও এইবার এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও পুলিশ তাঁর খোঁজ না পাওয়ায় ক্ষোভের বাতাবরণ রয়েছে এলাকায়।