Ration Scam: এবার ৫৬০ কাঠা!!! যত দূর চোখ যায়, শুধুই বাকিবুরের ‘রাজপাট’

Bakibur Rahaman: ইডি সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, 'জমি হাঙর' বাকিবুরের কীর্তির কথা। বাকিবুর ও তাঁর আত্মীয়দের ১ হাজার ৬৩২ কাঠা জমির সন্ধান মিলেছে বলে ইডি সূত্রের দাবি। আর এসবের মধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্য। উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাকিবুরের ২৮ বিঘা জমির সন্ধান মিলল টিভি নাইন বাংলার অন্তর্তদন্তে।

Ration Scam: এবার ৫৬০ কাঠা!!! যত দূর চোখ যায়, শুধুই বাকিবুরের 'রাজপাট'
বাকিবুরের ২৮ বিঘা জমির হদিশImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 4:56 PM

বারাসত: চালকল, আটাকল, হোটেল… কী করেননি বাকিবুর! টলিউডেও কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছেন। রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমানের ফুলে ফেঁপে ওঠা সম্পত্তির বহর দেখলে চমকে উঠবেন। ইডি সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, ‘জমি হাঙর’ বাকিবুরের কীর্তির কথা। বাকিবুর ও তাঁর আত্মীয়দের ১ হাজার ৬৩২ কাঠা জমির সন্ধান মিলেছে বলে ইডি সূত্রের দাবি। আর এসবের মধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্য। উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাকিবুরের ২৮ বিঘা জমির সন্ধান মিলল টিভি নাইন বাংলার অন্তর্তদন্তে।

সূত্রের দাবি, ২০১২ সালে আমডাঙার সাধনপুর পঞ্চায়েতের খোরুগ্রাম এলাকায় প্রায় ২৮ বিঘা জমি কিনেছিলেন বাকিবুর রহমান। সূত্রের খবর, ওই জমিতে একটি চালকল খোলার কথা ছিল রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুরের। চালকল খোলার কথা বলে স্থানীয় মানুষজনকে জমি বিক্রি করার বিষয়ে সহজেই রাজি করে ফেলেছিল। সাধারণ মানুষজন ভেবেছিল, চালকল তৈরি হলে কর্মসংস্থান তৈরি হবে। তাছাড়া খোরুগ্রামের এই অঞ্চলের রাস্তাটি তখন পাকা ছিল না। গ্রামের সরু রাস্তা ছিল সে সময়ে। এই জমি থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক খুব বেশি দূরে নয়। প্রায় এক কিলোমিটার। গ্রামবাসীরা ভেবেছিল, এখানে প্রোজেক্ট শুরু হলে, গ্রামের রাস্তার সঙ্গে জাতীয় সড়ক সংযুক্ত হবে। তাই তাঁরা বেশি কিছু না ভেবে বাকিবুরকে জমি বিক্রিও করে দিয়েছিলেন।

যদিও সেই চালকল তৈরির পরিকল্পনার বাস্তবায়ন এখনও হয়নি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এখানে কাজ শুরু হয়েছিল বটে। রাস্তার সংযোগের জন্য বালি ফেলার কাজ শুরু হয়েছিল, জমির পাঁচিল তোলার কাজও শুরু হয়েছিল। তবে তা আবার মাঝপথেই থমকে গিয়েছে। উল্লেখ্য, ইডি সূত্রের খবর, বাকিবুর ও তাঁর আত্মীয়দের নামে ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রায় দেড় হাজার কাঠারও বেশি জমির সন্ধান পাওয়া গিয়েছে।