Arpita Mukherjee: বেলঘরিয়া থানার পাশেই অর্পিতা আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন, ইডি-র হাতে নয়া তথ্য

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2022 | 9:42 AM

Arpita Mukherjee: বেলঘরিয়া থানার কাছে অর্পিতা আরেকটি নতুন ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। ওই ফ্ল্যাট থেকে বেশ কিছু কাগজপত্রও উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Arpita Mukherjee:  বেলঘরিয়া থানার পাশেই অর্পিতা আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন, ইডি-র হাতে নয়া তথ্য
অর্পিতা মুখোপাধ্যায়

Follow Us

উত্তর ২৪ পরগনা: বেলঘরিয়া থানার কাছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের হদিশ পেল ইডি। সেখান থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকার ফিক্সড ডিপোজিট। বেলঘরিয়া থানার কাছে অর্পিতা আরেকটি নতুন ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। ওই ফ্ল্যাট থেকে বেশ কিছু কাগজপত্রও উদ্ধার করেছেন তদন্তকারীরা। যদিও সেই ফ্লাট এখনও অর্পিতা মুখোপাধ্যায়ের হাতে হস্তান্তরিত হয়নি বলে খবর। ওই ফ্ল্যাটের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। এই ফ্ল্যাটেও অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কোনওদিন এসেছিলেন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে রাতভর তল্লাশি চলে। উদ্ধার হয় সেলোটেপ মোড়া রাশি রাশি নগদ টাকা। চারটি মেশিন এনেও টাকা গুনতে হিমশিম খান ব্যাঙ্কের আধিকারিকরা। উদ্ধার হয় ২৮ কোটিরও বেশি টাকা, তিন কেজি সোনার বাঁট, ১ কোটিরও বেশি গয়না রাশি রাশি রুপোর কয়েন। হরিদেবপুরের ও বেলঘরিয়ার ফ্ল্যাট  থেকে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ এখন ৫২ কোটি ছাড়িয়েছে বলে ইডি সূত্রে খবর।

বেলঘরিয়ার ক্লাব টাউনে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট রয়েছে। সেখান থেকেই কার্যত উদ্ধার হয়েছে কুবেরের ধন। এসএসসি দুর্নীতির তদন্ত চলছে। অভিযান চলছে। আর প্রতি ঘণ্টাতেই উঠে আসছে একের পর এক তথ্য। ইডি হেফাজতে দিন গুজরান হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। তারই মধ্যে হদিশ মিলছে ‘অপা’-র একের পর এক নতুন ফ্ল্যাট।

Next Article