উত্তর ২৪ পরগনা: স্কুল খোলার দাবিতে দীর্ঘদিন ধরে সরব ছিল সিপিআই(এম)-এর ছাত্র সংগঠন এসএফআই (SFI)। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করতে দেখা গিয়েছে তাদের। এবার ৩১ শে জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল খোলার দাবিতে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল তারা। ওইদিনই বেলার দিকে মুখ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করেন। ফলত কিছুক্ষণ পরই আন্দোলন তুলে নেয় তারা। সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা আংশিক জয় হিসেবে দেখছে এসএফআই। লাল আবির খেলে জয়ের আনন্দ উদযাপন করে। বিজয় মিছিলেও শামিল হন তারা। জেলায়-জেলায় চলতে থাকে সেই বিজয় মিছিল। এবার এখানেই বাধে বিপত্তি। অশোক নগরে তৃণমূলের (TMC) বিধায়কের ফ্লেক্সে লাল আবির মাখানোর অভিযোগ ওঠে এসএফআই সদস্যদের দিকে। ঘটনার পরে উত্তাল হয়ে ওঠে এলাকা।
ঘটনার সূত্রপাত অশোকনগর চৌরঙ্গী মোড়ে তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামীর ফ্লেক্সের উপর লাল আবির মাখিয়ে দেন এসএফআই জেলার সাধারণ সম্পাদক আকাশ কর। অন্তত এমনটাই অভিযোগ। এরপর সেই প্রতিবাদে রীতিমত উত্তাল হয় গোটা এলাকা। ঘটনার তীব্র প্রতিবাদ করতে থাকেন অশোকনগরের তৃণমূল সংর্থকরা। মিছিল করে অশোক নগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। তাঁদের মূল দাবি অবিলম্বে আকাশ করকে গ্রেফতার করতে হবে। এরপর তারা অশোকনগর চৌরঙ্গী মোড়ে এসে নারায়ণ গোস্বামীর ফ্লেক্সকে শুদ্ধিকরণ করে গঙ্গার জল এবং দুধ দিয়ে।
তৃণমূলের এক নেতা বলেন, “গোটা ঘটনার তীব্র নিন্দা করি। মুখ্য়মন্ত্রীর যেদিন মনে হয়েছে সেদিন স্কুল খুলেছেন। আর সেই স্কুল খোলায় ওরা নিজেদের জয় দখছে। কোনওদিন ছাত্র রাজনীতি করল না, মানুষের কাজে এল না ওই দল। ওরা বিধায়ককের ছবিতে লাল আবির মাখিয়ে দিয়েছে। যা খুবই অন্যায়। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। গোটা ঘটনায় ওরা প্রচার পাওয়ার জন্য এই কাজ করেছে।” আর এই গোটা ঘটনায় এসএফআই-এর কোনও নেতৃত্ব মন্তব্য করতে চায়নি।
আরও পড়ুন: Narendra Modi on Budget 2022: সাত বছরে দ্বিগুণ জিডিপি, রফতানিও দ্বিগুণ, বাজেট ব্যাখ্যায় বললেন মোদী