গুলি-বোমার লড়াইয়ে উত্তপ্ত ভাটপাড়া, গুরুতর আহত ১ পুলিশ অফিসার

সৈকত দাস |

Jun 20, 2021 | 11:19 PM

দুই দুষ্কৃতী দলের মধ্যে এলাকা দখলের লড়াই নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বর্তমানে ভাটপাড়ার বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে এলাকায়। চলছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি।

গুলি-বোমার লড়াইয়ে উত্তপ্ত ভাটপাড়া, গুরুতর আহত ১ পুলিশ অফিসার
আহত পুলিশ অফিসার

Follow Us

বারাকপুর: ফের উত্তপ্ত ভাটপাড়া। দুই পক্ষের প্রবল বোমা ও গুলির লড়াইয়ে আহত হলেন এক পুলিশ অফিসার। আহত পুলিশ অফিসারের নাম সুব্রত গোস্বামী।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যে থেকেই ভাটপাড়ায় দুই দুষ্কৃতী দলের মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয়। চলে দুই রাউন্ড গুলিও। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের এই বোমাবাজি থামাতে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া পুলিশ। কিন্তু তার মধ্যেই চলে বোমাবাজি। দুষ্কৃতীদের বোমার স্পিলন্টার ছিটকে আহত হন ভাটপাড়া থানার এএসআই সুব্রত গোস্বামী। আহত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে ভাটাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, বোমার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন পুলিশ অফিসার। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমার আঘাতেই আহত হন সব্রত বাবু। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন: পৃথক উত্তরবঙ্গের দাবি তোলা জন বার্লার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

এদিনের সংঘর্ষের ঘটনায় অবশ্য কোনও রাজনৈতিক দল জড়িত থাকার খবর মেলেনি। মূলত দুই দুষ্কৃতী দলের মধ্যে এলাকা দখলের লড়াই নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বর্তমানে ভাটপাড়ার বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে এলাকায়। চলছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি।

আরও পড়ুন: বজ্রাঘাতে মৃত মা-বাবা, অনাথ তিন বছরের ছেলে! 

Next Article