উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় আজ পুরবোর্ড গঠন। নবনির্বাচিত কাউন্সিলরদের শপথে আগে ভাগেই অ্যালার্ট প্রশাসন ও পুলিশ। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়ে অশান্তি এড়াতে মরিয়া পুলিশ। সকাল থেকেই ভাটপাড়ায় জারি ১৪৪ ধারা। ভাটপাড়া, গাড়ুলিয়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। যাতে এই শপথ ঘিরে কোনও অশান্তি না হয়,তার জন্য ভাটপাড়া পুরসভা লাগোয়া ৩০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ১০ টা থেকে এই ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছে।
এবারের পুরনির্বাচনে অর্জুন গড় হিসাবে পরিচিত ভাটপাড়া এলাকাতেও ক্ষমতায় কায়েম করল তৃণমূল। ভাটপাড়া পুরসভা দখল করেছে তৃণমূল। ভাটপাড়ার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১ আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। কিন্তু ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। লোকসভা নির্বাচনে সাতটি পুরসভার দখল নিয়েছিল বিজেপি। ভাটপাড়াও দখল করেছিল বিজেপি।
ভাটপাড়া পুরসভার ৩৪ সদস্যের মধ্যে ১৯ জন তৃণমূল কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। ওই বছরই জুন মাসে আরও ২৬ জন বিজেপিতে যাওয়ার জন্য পা এগিয়ে রাখেন। এরই মধ্যে ঘটে টুইস্ট। বিজেপিতে যাওয়া ১২ জন কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে আসেন। ফলে ফের শক্তিবৃদ্ধি হয় তৃণমূলের। কাউন্সিলরের সংখ্যা হয়. ২১। ভাটপাড়া পুরসভা তৃণমূলেরই নিয়ন্ত্রণে থাকে। এরপর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রশাসক নিয়োগ করা হয়।
ভোটের ফলপ্রকাশের পর বেশ কয়েকবার বিক্ষিপ্ত অশান্তি হয়েছে ভাটপাড়ায়। শপথগ্রহণ অনুষ্ঠানে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য তৎপর প্রশাসন।
আরও পড়ুন: ঝালদার কাউন্সিলর খুনে খুনির স্কেচ প্রকাশ, ধরে দিতে পারলেই মোটা টাকার পুরস্কার