Bhatpara: বিস্কুটের কৌটো, ওভেন, চায়ের ছাটে মিশে রক্ত, ভাটপাড়া তৃণমূল কর্মী খুনে অকুস্থলে বম্ব স্কোয়াড

Bhatpara: দোকানের শাটার খুলে সেই দোকানের ভিতরেও তল্লাশি চালান তাঁরা। দোকানের ভিতর থেকে একটি তাজা সকেট বোমা উদ্ধার কোরে টিমের সদস্যরা সেটিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়।

Bhatpara: বিস্কুটের কৌটো, ওভেন, চায়ের ছাটে মিশে রক্ত, ভাটপাড়া তৃণমূল কর্মী খুনে অকুস্থলে বম্ব স্কোয়াড
ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 2:53 PM

ভাটপাড়া: পুরনো শত্রুতার জেরেই খুন হয়েছেন ভাটপাড়ার তৃণমূল নেতা। প্রাথমিক তদন্তের পর তেমনটাই বলছে পুলিশ। অভিযোগ, তৃণমূল নেতা অশোক সাউকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সঙ্গে বোমাবাজিও করা হয়েছিল। তল্লাশি চালিয়ে জগদ্দলে ঘটনাস্থল থেকে দুষ্কৃতীদের ছোড়া তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। চায়ের দোকানের পিছনে তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করেছে সিআইডি বম্ব স্কোয়াড।

ভাটপাড়া পুরসভার  জগদ্দল চার নম্বর গেট সংলগ্ন চাপাদানি জুটমিলের বিপরীতেই একটি চায়ের দোকানের সামনে তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে।  বুধবার বেলা ১.২০ মিনিট নাগাদ বোম ডিটেক্ট মেশিন নিয়ে অকুস্থল অর্থাৎ  চায়ের দোকানটিতে তল্লাশি অভিযান চালায় বম্ব স্কোয়াড টিম। প্রথমে দোকানের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্কুটের কৌটো, ওভেন, চায়ের ছাট সরিয়ে সেখানে বিস্ফোরক কোনও পদার্থ আছে কিনা খতিয়ে দেখেন টিমের সদস্যরা। সঙ্গে ছিল জগদ্দল থানার পুলিশ।

পরে দোকানের শাটার খুলে সেই দোকানের ভিতরেও তল্লাশি চালান তাঁরা। দোকানের ভিতর থেকে একটি তাজা সকেট বোমা উদ্ধার কোরে টিমের সদস্যরা সেটিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়।

পুলিশ জানাচ্ছে, এর পিছনে পুরনো শত্রুতা রয়েছে। ২০২০ সালে ১৯ নভেম্বর আকাশ প্রসাদকে পিটিয়ে খুনের অভিযোগ ছিল নিহত অশোক সাউয়ের বিরুদ্ধে। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে বদলা নিতে ফের দুই রাউন্ড গুলি ছুড়ে খুনের চেষ্টা করে আকাশের ভাই সজল প্রসাদের লোকজন। কিন্তু অল্পের জন্য রেহাই পান অশোক সাউ। বুধবার চার রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় অশোক সাউকে। প্রসঙ্গত, উপনির্বাচনের সকালে ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের অভিযোগ ওঠে।