‘যদি কাউকে বলিস…’, বার্থডে পার্টিতে ডেকে মুখে ঢেলে দেওয়া হল মদ, চলল একাধিকবার ধর্ষণ! চাঞ্চল্যকর অভিযোগ গাইঘাটায়

Harassment Case: নির্যাতিতার মায়ের দাবি, ছেলেটি কিছুদিন ধরেই তাঁর মেয়ের পিছু করত। বন্ধুত্ব করতে চেয়ে গত ১০ তারিখ সকালে মেয়ের ফোন নম্বরও নেয় ওই যুবক। এরপর বিকালে যুবক তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টির কথা বলে ফোন করে ও ছাত্রীকে ডেকে নিয়ে যায়।

'যদি কাউকে বলিস...', বার্থডে পার্টিতে ডেকে মুখে ঢেলে দেওয়া হল মদ, চলল একাধিকবার ধর্ষণ! চাঞ্চল্যকর অভিযোগ গাইঘাটায়
নির্যাতিতার মাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 10:03 PM

গাইঘাটা: ‘মেয়ে যেতে চায়নি। ওকে জোর করে ডেকে নিয়ে যায় ওরা। বলে আয়, একটা দরকার আছে।’ তারপর বাড়ি ফিরে মুখই খুলল না মেয়ে। ওই জন্মদিনের পার্টিতেই মেয়েকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তুলল পরিবার। অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, মুখ বন্ধ রাখতে নাবালিকাকে রীতিমতো হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার এলাকার ঘটনা।

জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গত ১০ নভেম্বর ঘটনাটি ঘটে বলে অভিযোগ। নির্যাতিতার মায়ের দাবি, তাঁর মেয়ে ভয়ে মুখ খোলেনি তিনদিন। বুধবার তাঁরা বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে বুধবার রাতে নির্যাতিতার পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১০ তারিখ সন্ধ্যায় অভিযুক্ত তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি আছে বলে নাবালিকাকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানে তাকে মদ্যপান করিয়ে ধর্ষণ করে। এবং তাকে ঘটনার কথা কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। সেই ভয়ে নির্যাতিতা তার পরিবারকে কিছুই জানায়নি। বুধবার দুপুরে নির্যাতিতা নাবালিকা তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানায় তার পরিবারকে । বিষয়টি জানতে পেরে বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে পরিবার।

নির্যাতিতার মায়ের দাবি, ছেলেটি কিছুদিন ধরেই তাঁর মেয়ের পিছু করত। বন্ধুত্ব করতে চেয়ে গত ১০ তারিখ সকালে মেয়ের ফোন নম্বরও নেয় ওই যুবক। এরপর বিকালে যুবক তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টির কথা বলে ফোন করে ও ছাত্রীকে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে মদ্যপান করিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মেয়েকে ভয় দেখানো হয়েছিল বলেও দাবি করেছেন নির্যাতিতার মা। তিনি বলেন, ‘মেয়েকে বলা হয়েছিল, যদি কাউকে বলিস তাহলে মেরে দেব। তাই মেয়ে বাড়ি ফিরে কিছু বলেনি।’