উত্তর ২৪ পরগনা: ‘ঘর ওয়াপসি’ নিয়ে এখনও স্পষ্ট করে কোনও পক্ষই কিছু বলছে না। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় সুযোগ পেলেই পুরনো দলের গুণগান গেয়ে ফেলছেন। পুরনো সতীর্থদের সঙ্গে যোগাযোগও রেখে চলেছেন খুলেআম। অন্যদিকে তৃণমূলের নেতারা দলবদলুদের নিয়ে বিষোদগার করলেও বাদ পড়ছেন রাজীব। বোঝা যাচ্ছে বদলের একটা পট তৈরি হচ্ছে। এরই মধ্যে মুকুল রায়ের স্ত্রীর শ্রাদ্ধবাসরে দেখা গেল রাজীবের উপস্থিতি। বৃহস্পতিবার মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে হঠাৎই হাজির রাজীব বন্দ্যোপাধ্যায়। ‘পুরনো সম্পর্কের ঘনিষ্ঠতা’কেই এই উপস্থিতির কারণ হিসাবে তুলে ধরলেন বিজেপি নেতা রাজীব।
মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় কোভিডের পর ফুসফুসের কঠিন সমস্যায় ভুগছিলেন। চেন্নাইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। গত ৬ জুলাই সেখানেই প্রয়াত হন। বৃহস্পতিবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠান ছিল কাঁচড়াপাড়ার বাসভবনে। রায় পরিবারের আত্মীয় বান্ধবরা উপস্থিত ছিলেন সেখানে। তৃণমূল বিধায়ক ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিজেপি নেতা সব্যসাচী দত্ত, তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে দেখা গিয়েছিল। বিকেলে সেখানে উপস্থিত হন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে রাজীব বলেন, “আমাকে বার বার করে বলা হয়েছিল শ্রাদ্ধে আসার জন্য, এলাম, কিছুটা সময় কাটালাম।”
রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “দীর্ঘদিন ধরে মুকুল রায়, শুভ্রাংশু রায়ের সঙ্গে আমার পরিচয়। শুভ্রাংশুর মায়ের সঙ্গেও আমার বহুদিনের সম্পর্ক। বহুবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। উনি যখন অসুস্থ ছিলেন দেখা করেছি। হাসপাতালেও গিয়েছি। আজও এলাম।” যেহেতু পরিবেশটাই অন্যরকম তাই রাজনৈতিক কোনও আলাপ আলোচনা এদিন হয়নি, জানালেন রাজীব। তবে বেশ ইঙ্গিতপূর্ণ কথাও বললেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। রাজীবের কথায়, “কিছু সময় থাকে যখন রাজনীতিতে নীরব থাকতে হয়।” তবে পুরনো দলে ফিরতে চান কি না সাংবাদিকদের প্রশ্নের জবাব কিন্তু এড়িয়ে রাজীব বলেন, “এ নিয়ে আমার কোনও বক্তব্য নেই।”
ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপির উল্টো স্রোতে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের প্রশংসা শোনা গিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে। কখনও তৃণমূলে মুখপাত্রের বাড়িতে দেখা গিয়েছে তাঁকে, কখনও আবার শাসকদলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন তিনি। সূত্রের খবর, নিজের এলাকাতেও পুরনো সঙ্গীদের সঙ্গে ইদানিং যোগাযোগ বেড়েছে রাজীবের। তলে তলে পুরনো দলে ফেরার তোড়জোড়ও শুরু বলেই সূত্রের দাবি। যদিও শাসকদলের তরফে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। কারণ, রাজীব-বিরোধী সুরও নেহাত কম নয় দলের অন্দরে। এ সবের মধ্যেই এদিন মুকুল রায়ের বাড়িতে রাজীবের উপস্থিতি নতুন করে জল্পনা উস্কে দিল। আরও পড়ুন: সাইবার জালিয়াতদের নয়া অস্ত্র ‘এনি ডেস্ক’, অনলাইনে জিনিস কিনতে গিয়ে ৫৮ হাজার টাকা খোয়া গেল যুবতীর