Titagarh Woman Harassment: টিটাগড়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি কর্মীরা, থানা ঘেরাও নিয়ে লাগাতার উত্তেজনা

Titagarh: আজ সকালে বিজেপির যুব মোর্চার প্রতিনিধি দল পৌঁছয় টিটাগড়ে। এরপর তাঁরা নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন।

Titagarh Woman Harassment: টিটাগড়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি কর্মীরা, থানা ঘেরাও নিয়ে লাগাতার উত্তেজনা
টিটাগড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 12:51 PM

টিটাগড়: টিটাগড় এলাকার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় শুক্রবার নির্যাতিতার বাড়িতে পৌঁছয় বিজেপি মোর্চার প্রতিনিধি দল। লাগাতার চলে থানার সামনে অবরোধ। সেই অবরোধ তুলতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। যার জেরে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

আজ সকালে বিজেপির যুব মোর্চার প্রতিনিধি দল পৌঁছয় টিটাগড়ে। এরপর তাঁরা নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর তাঁরা দোষীদের গ্রেফতারির দাবি তুলে টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধ করা হয় বিটি রোড। পরে টিটাগড় থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। বিজেপি নেত্রী বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি মেয়েটি নিজের দাদু-ঠাকুমার সঙ্গে বসে ছিলেন। সেই সময় আচমকা তুলে নিয়ে যায়। এরপর ওকে গণধর্ষণ করা হয়। আপাতত শুনলাম দু’জন ধরা পড়েছে। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি আমরা জানতে পেরেছি মেয়েটা ও তার বাবা-মা থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে। তারপর থেকে তাঁদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

বস্তুত, মোবাইল নিয়ে নিজের বাড়ির সামনে খেলা করছিলেন ওই তরুণী। তখনই চার যুবক আসে। অভিযোগ, মুখে কাপড় চাপা দিয়ে জোর করে তুলে নিয়ে যায় পাশের এক জঙ্গলে। এরপর মদ্যপান করে সেই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ তরুণীর পরিবারের লোকজনের। আহত অবস্থায় মেয়েটিকে ব্যরাকপুর এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চার যুবকের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তরুণীর পরিবারের তরফ থেকে, ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। তবে গণধর্ষণে অভিযুক্ত চার যুবক পলাতক ছিল। পরে যদিও দু’জনকে গ্রেফতারির খবর মিলেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরু হয়েছে ওই এলাকায়।