BSF on Bangladeshi: SIR চালু হতেই চুপি-চুপি বাংলাদেশ পালাচ্ছিলেন ৩৮ জন বাংলাদেশি, সঙ্গে-সঙ্গে BSF যা করল…
North 24 Pargana: জানা যাচ্ছে, গত দুদিন ধরে ৫৬ জন। আর আজ ৩৮ জন বাংলাদেশি! এই নিয়ে মোট ৯৪ জন বাংলাদেশি বিএসএফের জালে ধরা পড়েছেন। ধৃতদের আজ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছিল।

উত্তর ২৪ পরগনা: প্রথমে ১১, তারপর ৪৫ আর এবার ৩৮। SIR চালু হতেই কাঁটাতার পেরিয়ে ওপারে যাওয়ার হিড়িক বাড়ছে বাংলাদেশিদের। এবার স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন প্রায় ৩৮ বাংলাদেশি নাগরিক। এরা সকলেই বেশ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেছিল বলে খবর। এখানেই তারা বিভিন্ন কাজ করছিলেন। তবে SIR শুরু হতেই আবারও দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। আর তখনই ধরা পড়ছে বিএসএফের হাতে।
জানা যাচ্ছে, গত দুদিন ধরে ৫৬ জন। আর আজ ৩৮ জন বাংলাদেশি! এই নিয়ে মোট ৯৪ জন বাংলাদেশি বিএসএফের জালে ধরা পড়েছেন। ধৃতদের আজ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যে স্বরূপনগরের সীমান্তে আরও ৪৫ জন বাংলাদেশি নাগরিককে ধরে সীমান্ত সুরক্ষা বাহিনী।
এই সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শাসকদলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “আজকে বাংলাদেশি নাগরিকরা সেদেশে ফেরত যাওয়ার সময় ধরছে বিএসএফ। কিন্তু, যখন তারা অনুপ্রবেশ করেছিল, তখন বিএসএফ কোথায় ছিল? বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? নাকি টাকাপয়সা খেয়ে এদের আশ্রয় দিয়েছিল? যদি এরা বেআইনিভাবে ঢুকে থাকে এবং আজকে ভয় পেয়ে পালাচ্ছে, প্রথম প্রশ্ন হবে, এরা ঢুকল কীভাবে?”
