AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Pargana: এতই সহজ BSF-এর চোখ ফাঁকি দেওয়া? বালতি থেকে ‘গুপ্তধন’ পেল আধা সেনা

BSF:জানা গিয়েছে, বুধবার সকাল ছ'টা নাগাদ রোজের মতোই তল্লাশি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় এক ব্যক্তিকে সাইকেল চালিয়ে আসতে দেখেন তাঁরা। তাঁর সাইকেলে ছিল মাছের খাবার ভর্তি দুটি বালতি।

North 24 Pargana: এতই সহজ BSF-এর চোখ ফাঁকি দেওয়া? বালতি থেকে 'গুপ্তধন' পেল আধা সেনা
BSF উদ্ধার করল সোনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 7:19 PM
Share

উত্তর ২৪ পরগনা: সবে তখন ফুটেছে সূর্যের আলো। প্রতিদিনের মতো সীমান্তে তল্লাশি চালাতে ব্যস্ত ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় এক ব্যক্তিকে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে দেখেন বাংলাদেশ সীমান্তের দিকে। খানিক সন্দেহ করেই এগিয়ে ওই ব্যক্তিকে থামান জওয়ানরা। তখনই উদ্ধার হল লক্ষ-লক্ষ টাকার সোনা।

জানা গিয়েছে, বুধবার সকাল ছ’টা নাগাদ রোজের মতোই তল্লাশি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় এক ব্যক্তিকে সাইকেল চালিয়ে আসতে দেখেন তাঁরা। তাঁর সাইকেলে ছিল মাছের খাবার ভর্তি দুটি বালতি। জওয়ানরা পুঙ্খানুপুঙ্খ ঘেঁটে দেখেন বিষয়টি। এরপরই বালতির ভিতর থেকে বেরিয়ে আসে সেই লুকনো প্যাকেট।

আধা সেনার জওয়ানরা প্রথমে সেই প্যাকেট খোলেননি। তাঁরা ক্রমগত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। কিন্তু তাঁর উত্তরে সন্তুষ্ট হতে পারে শেষে ওই প্যাকেট খোলেন। তখনই প্যাকেট থেকে ৬০৭.৬৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬২,৬৮,৬২০/- টাকার সোনা উদ্ধার হয়। এরপরই অভিযুক্ত ব্যক্তি জানান, তাঁকে এই পাচারের জন্য ২০০০ টাকা দেওয়া হত।

এ প্রসঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জওয়ানদের প্রশংসা করেন। একই সঙ্গে বিএসএফ-এর তরফে একটি ফোন নম্বর দেওয়া হয়। ‘সীমা সাথী’ হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-এ পাচার সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার কথা বলা হয়।