বাগুইআটি: এলাকায় বিক্রি হচ্ছে গাঁজা। রাত হলেই বিক্রয় বাড়ছে মাদক দ্রব্যের। যার জেরে একদিকে যেমন শান্তি বিঘ্নিত হচ্ছে তেমনই বাড়ছে অসামাজিক কার্যকলাপ। আর এই ঘটনায় নাম জড়িয়েছে সিভিক ভলান্টিয়রের। শেষে উপায় না দেখে পথে নামলেন খোদ কাউন্সিলর। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।
জানা গিয়েছে, বিধাননগর এয়ারপোর্ট ডিভিশনের এসিপি অফিসের সামনে দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। বিধাননগর পৌরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডেই একটি দোকান রয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়র মোহন ভৌমিকের। সেখানেই গাঁজা বিক্রির অভিযোগ তুলেছে কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পুলিশের উর্দির প্রভাব খাটিয়ে এসিপি অফিসের পাশে চলছে গাঁজা বিক্রি। যার জেরে এলাকায় অসামাজিক কার্যকলাপ বাড়ছে। এর প্রতিবাদ করতে গেলে ওই সিভিক ভলান্টিয়র নিজের পুলিশের প্রভাব খাটানোর চেষ্টা করেন। এই নিয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই বলেন, “এই এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে। এর সঙ্গে সিভিক ভলান্টিয়র জড়িত। ও খালি পুলিশের উর্দির ভয় দেখায়। ওর একটি দোকান রয়েছে। সেখানে গাঁজা, গাঁজা খাওয়ার জিনিস সব পাওয়া যায়। মহিলারা বসে বসে গাঁজা খায়।” অপরদিকে, সিভিক ভলান্টিয়র মোহন ভৌমিক বলেন, “আমার ছোট চায়ের দোকান এটা। মালপত্র রাখব বলেই সমস্যা করছে। এখানে গাঁজা পাওয়া যায় না। আসলে আমি যেহেতু দোকান বাড়িয়েছি সেই কারণে সমস্যা তৈরি করছে।”