Basirhat Death: উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু
Basirhat Death: মৃতের নাম বিশ্বজিৎ নাইঞা (৩৫)। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার ট্যাংরা গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বাড়ি হাড়োয়া থানার মিনাখাঁ ব্লকের ট্যাংরা গ্রামে।
বসিরহাট: তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে প্রাণ গিয়েছিল দু’জনের। সেই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয় ২১ জন। বিচারধীন সেই বন্দিদের মধ্যেই এবার মৃত্যু হল একজনের। বসিরহাট মহকুমার উপ সংশোধনাগারেই অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে তাঁর।
মৃতের নাম বিশ্বজিৎ নাইঞা (৩৫)। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার ট্যাংরা গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বাড়ি হাড়োয়া থানার মিনাখাঁ ব্লকের ট্যাংরা গ্রামে। জানা গিয়েছে ২০২১ সালের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সরাসরি সম্প্রচার করার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেধেছিল। এই দ্বন্দ্বের জেরে ৬৫ বছরের লক্ষ্মী মণ্ডল এবং ৩২ বছরের সন্ন্যাসী সর্দারের মৃত্যু হয়েছিল। তারপর হাড়োয়া থানায় মূল অভিযুক্ত যজ্ঞেশ্বর প্রামাণিক সহ ৩১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাদের মধ্যে গ্রেফতার হন ২১ জন।অভিযোগের তালিকার ১৯ নম্বর অভিযুক্ত ছিলেন বিশ্বজিৎ নাইঞা। এদের বিচার চলছিল বসিরহাট মহকুমা আদালতে। সেই কারণে বিশ্বজিৎ বসিরহাট জেলে ছিলেন।
আচমকাই বিচারাধীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বিশ্বজিৎ। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটিকে ইতিমধ্যে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাতেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে ট্যাংরা সংলগ্ন মুচিখোলা শ্মশানে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।