কলকাতা: উৎসবের মরশুমেও ডেঙ্গি মশার বাড়বাড়ন্ত কমছে না। রবিবারও বর্ধমানে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। এবার ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক প্রৌঢ়ের। মৃতের নাম ভরত দাস (৫৪)। তিনি উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, জ্বর নিয়ে গত ১২ নভেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় ভরতবাবুকে। তবে তাঁর শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর গত ১৩ নভেম্বর রাত্রি ৯টা নাগাদ মৃত্যুর কোলে ঢোলে পড়েন ভরতবাবু।
উল্লেখ্য়, পুজোর আগে থেকেই এ রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একের পর এক মৃত্যু হয় একাধিক ব্যক্তির। জেলাগুলি তো বটেই, বাদ যায়নি কলকাতাও। উত্তর দমদমের অবস্থা ছিল ভয়ঙ্কর। তবে, সেই সময় বর্ষাকাল ছিল বলে মশার উৎপাত বাড়ছিল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখন বৃষ্টি নেই। হেমন্তের স্পর্ষ পাচ্ছে রাজ্যে। তবে এরপরও কমছে না মশার উৎপাত। মৃত্যু হল আরও এক আক্রান্তের।