Dilip Ghosh: ‘আসার কথা ছিল না…’, মোদীর সভায় মঞ্চের নীচেই রইলেন দিলীপ ঘোষ

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 06, 2024 | 12:31 PM

Dilip Ghosh at Modi's rally: লোকসভা ভোটের আবহে আজ রাজ্যে তৃতীয় সভা মোদীর। উত্তর ২৪ পরগনার বারাসতে সেই সভায় উপস্থিত রয়েছেন সন্দেশখালির অভিযোগকারী মহিলারা। সেই সভাতেই বুধবার দেখা গেল দিলীপ ঘোষকে। আগের দুটি সভায় তাঁর অনুপস্থিতি চোখে পড়েছিল অনেকের। তবে এদিন সকালে সভাস্থলে প্রবেশ করেন তিনি।

Dilip Ghosh: আসার কথা ছিল না..., মোদীর সভায় মঞ্চের নীচেই রইলেন দিলীপ ঘোষ
বিজেপি নেতা দিলীপ ঘোষ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাসত: সপ্তাহ খানেক আগেই আরামবাগ ও কৃষ্ণনগরে পরপর দুটি সভা করেছেন নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে সেই মঞ্চে দেখা গেলেও, অনেকেই প্রশ্ন তুলেছেন, কোথায় দিলীপ ঘোষ? আজ তিনি সংগঠনের কোনও পদে নেই ঠিকই, তবে একসময় তিনিই ছিলেন বঙ্গ বিজেপির সর্বেসর্বা। তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির বিস্তার এ রাজ্যে বেড়েছিল, এমন চর্চাও হয়ে থাকে রাজনৈতিক মহলে। বুধবার বারাসতে মোদীর সভায় দেখা গেল দিলীপ ঘোষকে।

লোকসভা ভোটের আবহে আজ রাজ্যে তৃতীয় সভা মোদীর। উত্তর ২৪ পরগনার বারাসতে সেই সভায় উপস্থিত রয়েছেন সন্দেশখালির অভিযোগকারী মহিলারা। সেই সভাতেই বুধবার দেখা গেল দিলীপ ঘোষকে। আগের দুটি সভায় তাঁর অনুপস্থিতি চোখে পড়েছিল অনেকের। সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, আগেও অনেক সভায় তিনি যেতেন না। আর এখন সংসদীয় এলাকায় কাজ করার জন্য বাদ পড়েছেন কমিটি থেকে। তবে বারাসতের সভায় কেন?

দিলীপ বলেন, “এখানেও আসার কথা ছিল না। কলকাতায় ছিলাম, তাই দেখা করতে এসেছি সবার সঙ্গে।”  তিনি সভায় আমন্ত্রিত কি না, তা স্পষ্ট করেননি দিলীপ ঘোষ। তবে সভায় উপস্থিত হলেও মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পলের মতো নেতা-নেত্রীদের। মঞ্চের সামনে অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে।

এদিন মঞ্চ থেকে মোদী মূলত সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বার্তা দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। দিলীপ ঘোষ বলেন, “মহিলারা যেভাবে এতদিন ধরে অত্যাচারিত হয়েছে, তার বিরুদ্ধে সরব হতেই আসছেন মোদীর মঞ্চে।”

Next Article