Durga Puja 2021: পুজোতে বাড়তে পারে অপরাধ, সতর্ক পদক্ষেপ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Oct 07, 2021 | 10:08 PM

Barrackpore: ব্যারাকপুর শিল্পনগরীর নিরাপত্তা বৃদ্ধিতে থানা সংখ্যা বাড়াতে চেয়ে নবান্নে চিঠি দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

Durga Puja 2021: পুজোতে বাড়তে পারে অপরাধ, সতর্ক পদক্ষেপ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের
পুলিশ কমিশনার মনোজ ভার্মা, নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: হাতে মাত্র তিনটে দিন। তারপরেই শুরু পুজো (Durga Puja 2021)। পুজোর চারদিন অপরাধ দমনে বিশেষ পদক্ষেপ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার, কমিশনার অফিস থেকে একটি গাইডলাইন প্রকাশ করেন তিনি।

এদিন, কমিশনার অফিস থেকে নিয়ম মেনেই পুজোর (Durga Puja 2021) পথনির্দেশ উদ্বোধন করলেন সি পি মনোজ ভার্মা। তিনি  বলেন, “করোনার জন্য বিশেষ বিধিনিষেধ মেনেই পুজো করা হবে। নবান্ন থেকে নির্দেশিত সমস্ত নির্দেশ পালন বাধ্যতামূলক। মণ্ডপে যাঁরা কাজের দায়িত্বে থাকবেন তাঁদের প্রত্যেককে টিকার ২টি ডোজ় নিতে হবে। এছাড়া, পুজোর চারদিনই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশের টহলদারি চলবে। ”

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর,  এই বছর ২০৮২ টি পুজো কমিটিকে পুজো (Durga Puja 2021) করার অনুমতি দেওয়া হয়েছে।  এলাকায় পুলিশের বাড়তি নজরদারি ছাড়াও জেলা জুড়ে ১৫ টি জায়গায় চলবে নাকা চেকিং। বেআইনি মাদক, অস্ত্র পাচার জনিত অপরাধ রুখতেই সর্বত্র চলবে পুলিশ পেট্রলিং।

উল্লেখ্য, বরাবরই ‘সংবেদনশীল’ এলাকা বলে পরিচিত ভাটপাড়া-জগদ্দল ও ব্যারাকপুর চত্বর। গুলিবর্ষণ বোমাবাজি যেন এখানকার নিত্যদিনের ঘটনা। ব্যারাকপুর শিল্পনগরীর নিরাপত্তা বৃদ্ধিতে থানা সংখ্যা বাড়াতে চেয়ে নবান্নে চিঠি দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর, লাকার বিভিন্ন থানার আয়তন ছোট হচ্ছে। তৈরি হচ্ছে নতুন আট টি থানা। পুরোনো থানা গুলি থাকছে। কিন্তু তার কিছুটা অংশ কেটে তৈরি হবে নতুন থানা।

কোন কোন থানা পরিবর্তিত হচ্ছে? 

  • বীজপুর থানা ভেঙে হালিশহর ও জেটিয়া থানা
  • নৈহাটি থানা ভেঙে শিবদাসপুর থানা
  • ভাটপাড়া ও জগদ্দল থানা ভেঙে বাসুদেবপুর থানা
  • টিটাগড় থানা ভেঙে মোহনপুর থানা
  • বেলঘড়িয়া থানা ভেঙে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা
  • দমদম থানা ভেঙে নাগেরবাজার থানা

ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, চলতি বছরেই সবকটি থানা তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নবান্নে প্রেরিত চিঠিতে থানার কাজ দ্রুত শুরু করার রাজ্য সরকারের অনুমতিও চাওয়া হয়েছে।

তবে কেবল ব্যারাকপুর নয়,  পুজো-আবহে  চন্দননগর ও আসানসোলে ইতিমধ্য়েই  বিশেষ  পদক্ষেপ করেছে সেখানকার প্রশাসন। চন্দননগর মুড়ে দেওয়া হয়েছে সিসিক্যামেরাতে। অন্যদিকে আসানসোলে মহিলাদের সুরক্ষায় কাজ করবে বিশেষ টিম ‘শক্তি’। ২৪ ঘণ্টাই কাজ করবে সেই বিশেষ টিম। দেওয়া হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর।

আরও পড়ুন: Leopard in Jhargram: চিড়িয়াখানা থেকে পগার পার চিতাবাঘ! দরজায় খিল এঁটেছে গোটা শহর

 

Next Article